Home /News /off-beat /
Optical Illusion: ছবিতে কটা তক্তা দেখতে পাচ্ছেন? ভাইরাল এই ছবি ঘিরে তোলপাড়!

Optical Illusion: ছবিতে কটা তক্তা দেখতে পাচ্ছেন? ভাইরাল এই ছবি ঘিরে তোলপাড়!

Optical Illusion

Optical Illusion

ভাইরাল হয়েছে এই দৃষ্টিভ্রমকারী ছবি। (Optical Illusion)

 • Share this:

  #কলকাতা: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম হল আদতে আলোর খেলা। এই আলোর খেলা আমাদের মস্তিষ্কের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি বিজ্ঞানীরা জানালেন, এই দৃষ্টিভ্রম আমাদের মস্তিষ্কে ঠিক কী ভাবে প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দৃষ্টিবিভ্রমকারী একটি ছবি। সাদা ছবিতে পর পর শোওয়ানো তক্তা। কটি দেখতে পাচ্ছেন? আর তাতেই ভাইরাল হয়েছে এই দৃষ্টিভ্রমকারী ছবি। (Optical Illusion)

  আরও পড়ুন: কালো চাকতির ভিতর কোন সংখ্যা দেখছেন? দৃষ্টিভ্রমকারী এই ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া!

  সোশ্যাল মিডিয়ায় এমন ছবি যা দৃষ্টিভ্রম তৈরি করে তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেশ একটা খেলার মতো অনেকেই এমন দৃষ্টিভ্রমকারী ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সম্প্রতি এই এক ছবি ঘিরে তোলপাড় হচ্ছে নেটপাড়া। কারণ, ছবিটিতে একাধিক সংখ্যা ধরা পড়ছে। প্রথমে বক্সের দিক থেকে গুণলে ৮টি তক্তা দেখা যাচ্ছে। উল্টোদিক থেকে দেখলে দেখা যাচ্ছে ৭টি তক্তা। ছবিতেই রয়েছে ধাঁধাঁ। আর সেই ধাঁধাঁর জট ছাড়াতেই নেমে পড়েছেন নেটিজেনরা।

  এই ছবিতে কটা তক্তা রয়েছে? এই ছবিতে কটা তক্তা রয়েছে?

  আরও পড়ুন: দৃষ্টিভ্রমকারী এই ছবিতে রয়েছে একাধিক সংখ্যা, একটাও খুঁজে পাচ্ছেন?

  তক্তার সংখ্যা খুঁজে বের করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে অনেকের। কেউ বলছেন সাতটি, কেউ বলছেন আটটি। ছবিটি ভালো করে দেখুন, বক্সের দিক থেকে ৮টি, উল্টোদিকে ৭। প্রথম ৫টি সহজেই গুণে ফেলা যাচ্ছে। পরেরগুলি ধাঁধাঁ তৈরি করছে। কিন্তু এর সঠিক উত্তর হল, এখানে ৬টি তক্তা রয়েছে মোট। ৫টি সহজে গোনার পর পুরো রয়েছে এমন তক্তাগুলি গুণে নিন। কয়েকটি অসম্পূর্ণ রয়েছে। নীচের দিকে সেগুলি ধাঁধাঁ তৈরি করছে। উপর থেকে নীচের দিকে দেখলে ৬টিই ধরা যাবে।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Optical Illusion, Viral, Viral optical illusion

  পরবর্তী খবর