#কলকাতা: বাড়ির বাইরে সর্বদা মাস্ক পরার কথা বলা হলেও, তা মানছেন ক'জন! কিন্তু সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে একফালি কাপড়ে মুখ ঢেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি বাঁদর। সেই ছবি ভাইরাল হতেই হাসির রোল নেট দুনিয়ায়।
করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা নিয়ে সতর্ক করলেও সেই বিষয়ে পাত্তাই দিতে রাজি নন সমাজের একাংশ। রাস্তায় এখনও মাস্ক নিয়ে মানুষকে সচেতন করতে হচ্ছে। করোনা রুখতে মাস্ক এখন জীবনের অঙ্গ। একইভাবে ডেস্কে করোনা মুক্ত কড়তে হলে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। তাই বাড়ির বাইরে পা রাখলেই মাস্ক পড়া যেমন বাধ্যতামূলক, তেমনই সামাজিক দূরত্ব মেনে চলাও জরুরি।
After seeing head scarfs being used as face mask😊😊 pic.twitter.com/86YkiV0UHc
— Susanta Nanda IFS (@susantananda3) July 7, 2020
সম্প্রতি ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা তাঁর ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, মানুষের মত একফালি কাপড়ে মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে একটি বাঁদর। মাথা থেকে একটি কাপড় জড়িয়ে গলা পর্যন্ত ঢেকে নিয়েছে সে। এমনকি অন্যান্যদের থেকে বেশ খানিকটা দূরত্বেও বসে রয়েছে সে। ভিডিওটি দেখে অনেকেই বাঁদরটির প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, বাঁদরটি বেশ বুদ্ধিমান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Face mask, Viral Video