#নয়া দিল্লি: দেশ শুধু নয় গোটা বিশ্ব একটু একটু করে সেরে উঠছে করোনা অতিমারী থেকে। কিন্তু দু'বছর আগে বিষয়টা একেবারেই অন্য ছিল। হঠাৎ করে চিনের এক ভাইরাস রাতের ঘুম কেড়েছিল মানুষের। শুরু হয়েছিল লকডাউন। যদিও আজ আবার খুলছে স্কুল-কলেজ। একটু একটু করে চালু হচ্ছে অফিস। কিন্তু প্রায় ২ বছর মানুষের ভয়ে ভয়েই কেটেছে। গৃহবন্দি হয়েই থাকতে হয়েছে সকলকে। আর এই গোটা সময়টা জুড়ে মানুষ সব থেকে বেশি সময় দিয়েছেন পরিবার ও সোশ্যাল মাধ্যমকে। ভাইরাল ভিডিও (Viral Video) দেখে করেছেন মন ভালো।
সম্প্রতি ইনস্টাগ্রামে এমন একটি ভিডিও ভাইরাল(Viral Video) হয়েছে, যা দেখলে আপনি হাসি থামাতে পারবেন না। মারলিন মনরোর সেই বিখ্যাত ছবির কথা মনে আছে, যেখানে হাওয়ায় উড়ছে মারলিনের পোশাক ! আর দু'হাতে পোশাক চেপে অনন্যা মারলিন। এই ভিডিও অনেকটা সেই স্মৃতিই মনে করিয়ে দেয়। যদিও ওই ছবির কাছে এই ভিডিও কিছুই না। তবে ভিডিওটি বেশ মজার।
View this post on Instagram
ফটোগ্রাফার Matt Galland তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার (Viral Video) করেছেন। সেখানে একটি পাহাড়ি নদীর ধারে মডেলকে নিয়ে ফটোশ্যুটে যান তিনি। এর পর যা ঘটল, তা মজার। মডেল ছবি তোলার জন্য পাহাড়ি ঢালে একটু নামতে যেতেই বিপদ। হুহু করে হাওয়া দিচ্ছিল। আর তাতে মডেলের পোশাক প্রয় খুলে যাওয়ার জো ! মাথার উপরে উড়তে থাকল পোশাক। পা পিঁছলে পড়লেন মডেল। নগ্ন দশা হয় মডেলের।
আরও পড়ুন: সিনেমার প্রয়োজনে নগ্ন হয়ে যৌন-দৃশ্যে তুমুল ঝড় তুলেছেন এই টলি অভিনেত্রীরা
এই ভিডিও শেয়ার করে Matt Galland লিখলেন, "Marilynn Monroe has nothing on my girl'! এই ভিডিও এখন টপ ভাইরাল(Viral Video) ভিডিওর মধ্যে একটি। সকলে হাসিতে ভরিয়েছেন। মডেলকে সাবধান করেছেন অনেকে। এই মজার ভিডিও নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। বহু মানুষ শেয়ার করেছেন ভিডিওটি। প্রসঙ্গত এই ফটোগ্রাফার গোটা বিশ্ব ঘুরে ছবি তোলেন। মডেল শ্যুটও করেন তিনি। আর সেই শ্যুটিংয়েই ঘটে যায় এই অঘটন। মজার ভিডিওটি নিয়ে হাসির রোল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video