Home /News /off-beat /
বিয়ের পর থেকেই চাইছিলেন সন্তান, তবে এর জন্য যে যৌন মিলনের প্রয়োজন জানতেনই না দম্পতি!

বিয়ের পর থেকেই চাইছিলেন সন্তান, তবে এর জন্য যে যৌন মিলনের প্রয়োজন জানতেনই না দম্পতি!

বিয়ের পর বহু বছর কেটে গেলেও হল না সন্তান ৷ চিকিৎসকের কাছে যেতেই ফাঁস আসল রহস্য ...

  • Last Updated :
  • Share this:

বিয়ের পর থেকেই ছিল সন্তানের বাসনা ৷ অনেক প্রার্থনার পরও কিছুই না হওয়ায় পরিবারের পরামর্শে চিকিৎসকের কাছে গেলেন দম্পতি ৷ তখনই ফাঁস হল আসল ঘটনা ৷ এতবছর বিয়ে হলেও সন্তানধারনের জন্য যে যৌনমিলনের প্রয়োজন তা জানতেনই না ওই দম্পতি! এমনই অবাক করে দেওয়া আশ্চর্য ঘটনার কথা জানিয়েছেন ইউনাইটেড কিংডম ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এ কাজ করা এক নার্স ৷

৪০ বছর ধরে বাচ্চা প্রসবের সময় নার্স হিসেবে সহায়তার কাজ করেছেন র‍্যাচেল হিয়ারসন ৷ সম্প্রতিই শেষ করলেন নিজের আত্মজীবনী লেখার কাজ ৷ সেখানেই তিনি এই অদ্ভূত দম্পতির কথা তুলে ধরেছেন ৷'হ্যান্ডেল উইথ কেয়ার: কনফেশনস অব এনএইচএস অ্যান এনএইচএস হেল্থ ভিসিটর'- বইতে তিনি লিখেছেন, একবার এক সন্তানহীন দম্পতির চিকিৎসা করতে গিয়ে অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন চিকিৎসক ৷ ডাক পড়ে র‍্যাচেলের ৷ দম্পতির সঙ্গে কথা বলতে যাওয়ার আগে চিকিৎসকের থেকে কেস হিস্ট্রি শুনে তিনি অবাক হয়ে যান ৷ বিয়ের পর থেকেই সন্তান চাইছেন ওই স্বামী-স্ত্রী কিন্তু তার জন্য যে শারীরিক সঙ্গম অর্থাৎ যৌন মিলনের প্রয়োজন তা জানতেই না ওই দম্পতি ৷ কোনওদিন শারীরিক সম্পর্কে লিপ্তই হননি দম্পতি ৷ তাই বিয়ের এতবছর পরেও তারা বাবা মা হতে পারেননি ৷ শেষমেষ অপারগ হয়ে এসেছেন ডাক্তারের কাছে ৷ ওই দম্পতিকে কীভাবে শিশুর জন্ম হয় তা বোঝানোর দায়িত্ব হিয়ারসনকেই দেন চিকিৎসক ৷

সন্তান জন্মের জন্য যৌন মিলন প্রক্রিয়া ও প্রয়োজনীয়তা ব্যাপারটা ভীষণ অস্বস্তিকর ছিল নার্স র‍্যাচেল হিয়ারসনের কাছে, তাও বইয়ে উল্লেখ করেছেন তিনি ৷ ব্যাপারটা খুব একটা স্বস্তির না হলেও চিকিৎসার অংশ হিসেবেই ওই দম্পতির সঙ্গে যৌনমিলন, গর্ভধারণ ও শিশুভ্রুণের জন্ম নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি ৷ সেই কথোপকথনের সময়ই ওই দম্পতির থেকে র‍্যাচেল হিয়ারসন জানতে পারেন, বিয়ের পর স্বামী-স্ত্রী ভেবেছিলেন একসঙ্গে থাকা শুরু করলেই মানে পাশাপাশি থাকলেই নাকি আপনাআপনি সন্তান আসে গর্ভে ৷ ৷ একছাদের তলায় থাকলেই বিয়ের পর হতে পারবেন বাবা-মা ৷ কিন্তু এমন কিছু না হওয়াতে তারা বুঝতে পারেন কিছু একটা গন্ডগোল আছে ৷ সেই চিন্তা থেকেই তারা হাজির হন ডাক্তারের চেম্বারে ৷

শুধু এই একটি আশ্চর্য ঘটনা নয়, র‍্যাচেল হিয়ারসনের স্মৃতিকথায় এরকম আরও অনেক ঘটনার উল্লেখ করেছেন ৷ চিকিৎসা ও সেবা করতে গিয়ে মজার ঘটনা ছাড়াও বহু সময় বহু অস্বস্তিকর অভিজ্ঞতাও হয়েছে তাঁর ৷ ৪০ বছর ধরে জমা হওয়া সেইসব অদ্ভুত অভিজ্ঞতার ঝাঁপি হিয়ারসন উপুড় করে দিয়েছেন তাঁর বইতে ৷

Published by:Elina Datta
First published:

Tags: MARRIED COUPLE KIDS, Nurse Autobiography