২০২০ সালটা সবার জন্যই খারাপ গিয়েছে। তার অন্যতম কারণ করোনা ভাইরাস। বহু মানুষ কাজ হারিয়েছেন। পড়াশুনোতে বাধা এসেছে। তবে ২০২১ পড়তেই মানুষের মনে আশার আলো জেগেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এবছর কোন রাশির জন্য কোন রঙ শুভ এক নজরে দেখে নিন।
মেষ: এবছরে এই রাশির জাতক ও জাতিকারা যত বেশি সম্ভব গোলাপি রঙের পোশাক পড়ুন ও জিনিস ব্যবহার করুন। এতে সব বাধা কেটে যাবে।
বৃষ: শুভ রঙ নীল ও সবুজ। বাধা কাটাতে আয় উন্নতি বাড়াতে এই রঙের পোশাক পরুন । এই রঙের পাথর ধারণ করতেও পারেন।
কর্কট: আকাশি এবং সাদা রঙেই আসবে সাফল্য।
মিথুন: সবুজ রঙ ছাড়া এবছরটায় অন্য কোনও রঙ যতটা সম্ভব এড়িয়ে চলুন।
সিংহ: কমলা এবং লাল রঙের ব্যবহার বেশি করে করুন। সব বাধা কেটে যাবে। শুভ কাজে যাওয়ার আগে চেষ্টা করুন এই দুই রঙের মধ্যেই পোশাকের রঙ বাছার।
কন্যা: নীল, হলুদ, বেগুনি ও সবুজ এই জাতক জাতিকার জন্য শুভ রঙ।
তুলা: সাদা ও বেগুনি রঙের ব্যবহার করুন। শুভ ফল পাবেন।
বৃশ্চিক: মেরুন ও ধূসর রঙ শুভ ফল দেবে।
ধনু: হলুদ রঙ সাফল্য আনবে।
মকর: কালো রঙ আপনাদের জন্য শুভ। শনিবারে কোনও কাজ থাকলে অবশ্যই কালো পরুন।
কুম্ভ: নীল, কালো রঙ শুভ ফল দেবে।
মীন: হালকা সবুজ , বেগুনি ও হলুদ রঙের ব্যবহার করুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2021