Home /News /off-beat /
Dog grows up tiger cubs: তিন তিনটি বাঘের ছানাকে বড় করছে কুকুর! মন জিতে নেবে এই ভাইরাল ভিডিও

Dog grows up tiger cubs: তিন তিনটি বাঘের ছানাকে বড় করছে কুকুর! মন জিতে নেবে এই ভাইরাল ভিডিও

কুকুরের কাছে বড় হচ্ছে বাঘের ছানা৷ Photo-Twitter

কুকুরের কাছে বড় হচ্ছে বাঘের ছানা৷ Photo-Twitter

 • Share this:

  #কলকাতা: কাকের বাসায় কোকিল ছানার বড় হওয়ার গল্প নতুন নয়৷ এবার এমন এক ভিডিও সামনে এলো যেখানে দেখা যাচ্ছে, বাঘের তিন তিনটি শাবককে পরম স্নেহে বড় করে তুলছে একটি সারমেয়৷

  ওই ভিডিও-র সঙ্গে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, এই ভিডিওটি চিনের একটি চিড়িয়াখানার৷ ওই তিনটি ব্র্যাঘ্র শাবককেই পরিত্যক্ত করে তাদের মা৷ তার পরই তিন শাবককে বাঁচাতে ওই ল্যাব্রেডর প্রজাতির কুকুরটির কাছে দেওয়া হয়৷ তিনটি শাবককেই সন্তান স্নেহে আপন করে নিয়েছে কুকুরটি৷ পরম যত্নে তাদের দুধও খাওয়াচ্ছে সে৷ নতুন মাকে পেয়ে বেজায় খুশি তিন খুদেও৷ কুকুর এবং বাঘের শাবকদের এই আদুরে ভিডিও নেট ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে৷

  আরও পড়ুন: বাড়ির বাইরে চিতার সঙ্গে কাটানো অতন্দ্র রাত্রি! "ভালোই কাটালাম," অভিজ্ঞতা বন আধিকারিকের

  বিভিন্ন কারণেই অনেক সময় সন্তানদের পরিত্যক্ত করে বাঘিনীরা৷ শাবক দুর্বল, অসুস্থ হলে তাদের বড় করতে চায় না বাঘিনীরা৷ আবার শাবকদের স্তন্যপান করানোর ক্ষমতা না থাকলে বা নিজে অসুস্থ হলেও শাবকদের বড় করতে অনীহা দেখায় বাঘিনীরা৷

  গত বছরও সাইবেরিয়ার একই ধরনের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল৷ সেখানে দেখা গিয়েছিল, পরিত্যক্ত একটি ব্ল্যাক প্যান্থারকে বড় করছে একটি রট হুইলার কুকুর৷ সেই ভিডিওটি দেখেও মুগ্ধ হয়েছিলেন নেট ব্যবহারকারীরা৷

  এবারের ল্যাব্রেডর কুকুরটি যেভাবে ব্র্যাঘ্র শাবকদের বড় করছে, তা দেখেও আপ্লুত সাধারণ মানুষ৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Dog, Viral Video

  পরবর্তী খবর