কলকাতা: জামায় পকেট থাকলে মানুষের অনেক কাজ সহজ হয়ে যায়। ছোট জিনিস বহন করার জন্য আলাদা ব্যাগের প্রয়োজন হয় না। ছেলেদের প্রায় সব জামাতেই পকেট থাকে। কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে যে মেয়েদের জামায় পকেট সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না।
সত্যি বলতে এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই। এটি কেবল প্রাচিনপন্থী বিশ্বাস এবং পুরুষতান্ত্রিক মানসিকতাকে তুলে ধরে। হাউ স্টাফ ওয়ার্কস ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক শতাব্দী আগে নারী ও পুরুষ উভয়েই তাদের কোমরে বা শরীরের উপরের অংশে ব্যাগের মতো জিনিস ঝুলিয়ে রাখতেন। তাতেই প্রয়োজনীয় জিনিসপত্র বা টাকা রাখতেন।
আরও পড়ুন: বাস কিন্তু ইংরাজি শব্দ, এর বাংলা অর্থ কী হতে পারে? চট করে মিলিয়ে নিন
কিন্তু প্রায় ৪০০ বছর আগে, পুরুষদের পোশাকে প্রথম পকেট সেলাই করা হয়েছিল যাতে তারা এতে জিনিস রাখতে পারে।কিন্তু নারীদের পোশাকে এই পরিবর্তন করা হয়নি। এর সবচেয়ে বড় কারণ হিসেবে বলা হয়, সেই সময়ের পুরুষরা চাইত না যে নারীদের শারীরিক গঠন খারাপ হোক।
আরও পড়ুন: ২৫১ টাকায় স্মার্টফোন! দুনিয়ার সব থেকে সস্তা ফোন! আসলে বিরাট ফাঁদ, সব টাকা হাওয়া
নারীদের জামায় পকেট থাকলে শরীরের আকৃতিতে প্রভাব ফেলতে পারে এবং সৌন্দর্য নষ্ট হতে পারে। তাই মেয়েদের স্তনের আকৃতিতে যাতে কোনও প্রভাব না পরে তার জন্যই মেয়েদের শার্টে পকেট থাকতো না। আজও পোশাকের সেই পুরনো বিশ্বাস ও নকশা অনুসরণ করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Offbeat