Home /News /off-beat /

প্রয়াগে এবার অর্ধকুম্ভ ! কবে কবে পূণ্য স্নান, এখন থেকেই জেনে প্রস্তুত থাকুন

প্রয়াগে এবার অর্ধকুম্ভ ! কবে কবে পূণ্য স্নান, এখন থেকেই জেনে প্রস্তুত থাকুন

kumbh mela

kumbh mela

 • Share this:

  #কলকাতা: এবার প্রয়াগ অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম ক্ষেত্রে অনুষ্ঠিত হবে অর্ধকুম্ভ । কুম্ভে বিশেষ বিশেষ পূণ্য তিথির স্নানকে শাহি স্নান বলে। এবারের অর্ধকুম্ভের প্রথম শাহি স্নান মকর সংক্রান্তি তিথিতে অর্থাৎ ৩০ পৌষ বা ১৫ জানুয়ারি, ২০১৯ তারিখে। এবছর অর্ধকুম্ভের গুরুত্বপূর্ণ স্নান হল তৃতীয় শাহি স্নান। এই দিন মৌনী অমাবস্যা। প্রয়াগে মোট ছয়টি শাহি স্নানের দিন রয়েছে। সহস্রবার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল মেলে, প্রয়াগে অর্ধকুম্ভ স্নান করলে সেই একই ফললাভ হয়!

  অর্ধকুম্ভ পর্বের যোগ ও স্নানের তারিখগুলি হল—

  ১. প্রথম শাহিস্নান - মকর সংক্রান্তি। ৩০ পৌষ, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

  ২. দ্বিতীয় শাহিস্নান - পৌষী পূর্ণিমা। ৬ মাঘ, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

  ৩. তৃতীয় শাহিস্নান - মৌনী অমাবস্যা। ২০ মাঘ, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

  ৪. চতুর্থ শাহিস্নান - বসন্ত পঞ্চমী। ২৬ মাঘ, ১০ ফেব্রুয়ারী ২০১৯ রবিবার

  ৫. পঞ্চম শাহিস্নান - মাঘী পূর্ণিমা। ৩০ মাঘ, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

  ৬. ষষ্ঠ শাহিস্নান - মহা শিবরাত্রি। ১৯ ফাল্গুন, ৪ মার্চ সোমবার ২০১৯

  First published:

  Tags: Advance updates, Kumbh Mela, Sacred bathing dates

  পরবর্তী খবর