হোম /খবর /পাঁচমিশালি /
ভুল 'February' বানানের মধ্যে ঠিকটা কোথায় বলুন তো, খুঁজে বার করুন আট সেকেন্ডে

Optical Illusion: এত ভুল 'February' বানানের মধ্যে ঠিক বানানটা কোথায় বলুন তো, খুঁজে বার করুন আট সেকেন্ডে

এই সেই ছবিটি

এই সেই ছবিটি

Optical Illusion: আপনাদের মধ্যে কেউ কেউ হয়ত ঠিক বানানটি এতক্ষণে খুঁজে পেয়ে গিয়েছেন

  • Share this:

নয়াদিল্লি: অপটিক্যাল ইলিউশন এখন সবসময় জনপ্রিয় হয় সোশ্যাল মিডিয়ায়৷ অনেক ছবি থাকে যেগুলির অপটিক্যাল ইলিউশন মাথা ঘুরিয়ে দিতে পারে৷ তেমনই একটি ইলিউশন সম্প্রতি ফেসবুকে-সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ তবে এখানে ছবির মধ্যে হাজার ভুল বানান দেওয়া আছে, এর মধ্যে থেকে বার করতে হবে সঠিক বানানটি৷

এখানে যে কাজটি পাঠককে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, এটিতে লেখা রয়েছে ফেব্রুয়ারির ইংরাজি বানান৷ সেই বানানগুলির মধ্যে সবকটিই ভুল, শুধু একটি ঠিক৷ এ বার দেখুন সেগুলির মধ্যে থেকে ঠিক বানানটি আপনি খুঁজে বার করুন৷ হাতে কিন্তু বেশি সময় নেই মাত্র আট সেকেন্ডে৷ হ্যাঁ, আট সেকেন্ডে আপনাকে খুঁজে বার করতে হবে আসল, ঠিক বানানটি৷

আরও পড়ুন: রাতভর তল্লাশি, বান্ডিল-বান্ডিল ভর্তি টাকা! বালিগঞ্জে আর যা পেল ইডি, বিরাট চমক

আরও পড়ুন: টাকা নয়ছয়ের অভিযোগ, এবার রাজ্যে আসছে ক্যাগ অডিটের বিশেষ দল

এত দূর পড়তে পড়তে এসে আপনাদের মধ্যে কেউ কেউ হয়ত ঠিক বানানটি এতক্ষণে খুঁজে পেয়ে গিয়েছেন৷ কিন্তু যাঁরা পাননি, তাঁরা একবার খুঁজে দেখতে পারেন৷ এটি খোঁজার প্রথম ক্লু হচ্ছে, এটি আছে দ্বিতীয় সারণী বা কলামে৷

এখনও খুঁজে পাননি, তা হলে এ বার দেখুন, দ্বিতীয় সারণীর ১০টি শব্দ ছেড়ে ১১তম শব্দতে৷ এ বার দেখতে পেয়েছেন তো শব্দটি? আসলে এরকম ধরণের অপটিক্যাল ইলিউশন আসলে চোখের দৃষ্টি আরও শক্তিশালী করতে সবসময় সাহায্য করে৷

তাতে শুধুমাত্র চোখের দৃষ্টি শক্তিশালী হয়, এমনটা কিন্তু নয়, এতে মগজের শক্তি কতটা, সেটাও প্রকাশিত হয়৷ আপনি কত দ্রুত চিন্তা করতে পারছেন, সেটাও স্পষ্ট হয় এই ছবির দ্বারা৷

Published by:Uddalak B
First published:

Tags: Optical Illusion