হাওড়া: অভিনব যোগ অভ্যাস দেখে অবাক হচ্ছেন এলাকার মানুষ। ৬৭ বছর বয়সি গোপাল আদক বিগত প্রায় ৪০-৪৫ বছর জলে নিয়মিত যোগ অভ্যাস করছেন। ঘণ্টার পর ঘণ্টা নদী কিংবা পুকুরের জলে যোগ ব্যায়াম অভ্যাস বেশ রপ্ত করে ফেলেছেন গোপাল। মাঝেমধ্যেই গোপাল বাবুর দেখা মিলবে এলাকার পুকুরের মাঝ বরাবর যোগব্যায়াম করতে।
অনেকেই এভাবে যোগ অভ্যাসের আগ্রহ প্রকাশ করে। প্র্যাকটিস শুরু করেছেন গোপাল বাবুর কাছে। সাধারণত শরীর সুস্থ রাখতে সমতল স্থানেই যোগ অভ্যাস বা যোগব্যায়াম করতে দেখা যায়। কিন্তু গোপাল বাবুর এই ব্যতিক্রমী যোগ অভ্যাস মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা জলে ভেসে থাকার যোগ অভ্যাসের কৌশল জেনে স্থানীদের কয়েকজন অভ্যাস করছেন একইভাবে। সুস্থ থাকার বার্তা দিচ্ছেন গোপাল বাবু।
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়…! আমফান-ইয়াস-ফণীর দগদগে স্মৃতি…! ফের চরম আতঙ্কে সুন্দরবনবাসী
এমন ব্যতিক্রমী চিন্তা ভাবনা কেন ? জবাবে গোপালবাবু জানান, “শরীর সুস্থ রাখতে যোগ ব্যায়ামের বিকল্প নেই। যোগ ব্যায়ামের পাশাপাশি সাঁতার শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজন। বর্তমান সময়ে গ্রামাঞ্চলেও পুকুরে স্নান করার প্রবণতা কমেছে। এর ফলে মানুষের কাছে পুকুর বা জলাশয় অপ্রয়োজনীয় হয়ে উঠছে। ফলে নোংরা আবর্জনায় ভরে উঠছে পুকুর জলাশয়, বলা চলে এলাকার পুকুর ডাস্টবিনে পরিণত হচ্ছে।
গোপাল বাবু বলেন, অন্ততপক্ষে এভাবে যদি পুকুরে স্নান বা পুকুর ব্যবহারের অভ্যাস বাড়ানো যায়। তাহলে শরীর রক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষাও হবে। স্থানীয় মানুষের কথায় জানা যায়, বিভিন্ন ভাবে স্থানীয়দের সঙ্গে নিয়ে পরিবেশ সচেতনতার বার্তা, সাংস্কৃতিক চর্চা এবং জলে যোগব্যায়াম প্রদর্শনী করেই দিন কাটান যোগগুরু গোপাল আদক।
রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah news, Water