ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ অনেকের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, তার মোকাবিলার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। হাল ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন না।s
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ চারদিক থেকে নানা উপদেশ আপনাকে ঘিরে ধরবে, যা আপনাকে আরও বেশি দ্বিধাগ্রস্ত করে তুলবে। ঠিক হবে সবার থেকে আলাদা হয়ে একটু নিজের মতো সময় কাটানো!
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। যাবতীয় আবেগের রাশ শক্ত হাতে ধরে রাখুন। ভুলে যাবেন না, প্রথম পদক্ষেপটাই যা কঠিন, একবার সেটা করা হলে বাকি কাজ আপসে হয়ে যায়।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ সারা দিন আপনার মন ভালো থাকবে, নিজের এই ভালোলাগা অন্যের মধ্যেও চারিয়ে দিতে ভুলবেন না। দিনটি সৃজনশীল কাজের মধ্যে দিয়ে কাটবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। আজ যদি মুহূর্তের জন্যও মনে হয় যে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাহলে কাজ থেকে নিজেকে গুটিয়ে নিন। অন্য দিকে মন দিন, বাকিটা সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে।
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। মাঝে মাঝে আপনি নিজের সিদ্ধান্ত জোর করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। আজ এটা করতে যাবেন না, অপদস্থ হওয়ার আশঙ্কা আছে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ মাঝে মাঝে নিজেকে অস্থির লাগতে পারে। কিন্তু মনে রাখুন- নেতিবাচক ভাবনাকে প্রশ্রয় দিলে দিন ভালো যাবে না।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। নিজের মনের কথা শুনুন- সে আপনাকে ঝামেলা ডেকে আনা থেকে ঠিক সময়ে সতর্ক করবে। সাবধান থাকলে দিন ভালোই কাটবে!
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। মনের মানুষের জন্য আজ যা স্বতস্ফূর্ত ভাবে করতে ইচ্ছে করছে, করে ফেলুন! তাতে অনেক দিনের জমে থাকা দূরত্ব কেটে যাবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ কথা কম বলুন, অন্যের ভাবনাগুলো শুনুন, সেটা উপলব্ধি করার চেষ্টা করুন। যতটা সময় পারেন, বন্ধুদের সঙ্গে কাটান- এতেই দিন ভালো যাবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। যা স্বাভাবিক, তাকে মেনে নিতে শিখুন। এমন কোনও পরিস্থিতি কল্পনা করে মনোমালিন্যের পরিবেশ তৈরি করবেন না যা আদৌ বাস্তবে ঘটছে না!
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ আপনার অন্যের পাশে থাকতে ইচ্ছে করবে। নিশ্চয়ই থাকুন, তবে লক্ষ্য রাখবেন যে সেটা যেন বেগার খাটা না হয়ে যায়!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope Predictions, Horoscope Predictions, Horoscopes