ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসের জোরে আজ উচ্চাকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ জীবনের একঘেয়েমি ক্লান্ত করে তুলতে পারে, নিজেকে কিছুটা সময় দিন।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সামাজিকতার বদলে আজ নিজেকে সময় দিতে হবে, তাহলেই অনেকগুলো জট কাটবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ শুধু অনুমানের উপরে ভিত্তি করে পদক্ষেপ করবেন না, বাস্তবের দিকে তাকান।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। নতুন কাজের সুযোগ আজ মিলতে পারে যার মাধ্যমে দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হবে।
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ অতিরিক্ত পরিশ্রম করবেন না, নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ বন্ধুদের সাহচর্যে একটা ঘরোয়া, সুন্দর দিন কাটবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ প্রণয়ের সম্পর্কে নতুন মোড় আসবে, আবেগপ্রবণতা আশ্রয় খুঁজে পাবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তনের সম্মুখীন হতে হবে, তাই তৈরি থাকুন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ মনের কথা মুখ ফুটে বলা দরকার, তাতেই সমস্যার সমাধান হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ ইচ্ছা না হলে কারও সঙ্গে যোগাযোগের দরকার নেই, অশান্ত মন শান্ত হবে নিজেকে সময় দিলে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ যাবতীয় মনোযোগ দিন কর্মজগতে, ভবিষ্যতের উন্নতির সোপান আরও প্রশস্ত হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs