হোম /খবর /পাঁচমিশালি /
রাশিচক্র ২২ মার্চ, দেখে নিন কেমন যাবে আপনার আজকের দিন...

Horoscope: রাশিচক্র ২২ মার্চ, দেখে নিন কেমন যাবে আপনার আজকের দিন...

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

  • Share this:

#কলকাতাঃ ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। উচ্চাকাঙ্ক্ষা ভালো, সেটা সফল করার চেষ্টাও করা উচিত- শুধু সামর্থ্যের বেশি কাজ আজ হাতে নেবেন না।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। অপ্রয়োজনীয় খরচ আজ এড়িয়ে চলুন, বাণিজ্যিক ক্ষেত্রে কোনও পদক্ষেপের আগে সব দিক খুঁটিয়ে দেখতে ভুলবেন না।

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ দিনটি কর্মমুখর হবে। কিন্তু ক্লান্তিকর হবে না। কর্মোদ্যমের পুরস্কারও পাবেন হাতে হাতেই দিন শেষে।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ অস্থিরতা ঘিরে থাকবে, তাই মাথা ঠাণ্ডা রাখুন। করতে পারলে যে কোনও ক্ষেত্রে সাফল্য পাবেন।

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। কর্মক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবেন, তা সফল হবে। শুধু আজ বয়স্কদের সঙ্গে তর্কাতর্কিতে যাবেন না।

কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। কিন্তু আপনার উদ্ভাবনী শক্তিই সমস্যার সমাধানের পথ দর্শাবে।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কর্মক্ষেত্রে আজ সবার প্রশংসা পাবেন। শৈল্পিক কোনও বস্তুর পিছনে আজ খরচের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ একের পর এক কাজ এসে ঘাড়ে চেপে বসবে। দিনটা ক্লান্তিকর হলেও সন্ধেটা বন্ধুদের সঙ্গে ভালো কাটবে।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ কর্মক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। মনে রাখবেন- কঠিন সময় বেশি দিন স্থায়ী হয় না।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। প্রতিদ্বন্দ্বীদের দুরভিসন্ধি এড়িয়ে কাজের চাপ সামলানো আজ দিনশেষে ক্লান্ত করে তুলবে।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ইতিবাচক মানসিকতা আজ সারা দিনেই আপনার সঙ্গী হবে; তাই যে কোনও প্রতিবন্ধকতা জয় করতে পারবেন।

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কর্মক্ষেত্রে সাফল্য করায়ত্ত হবে। তবে সহজে নয়, এর জন্য কঠিন পরিশ্রমের প্রয়োজন আছে।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Horoscopes, Zodiacs