হুগলি: হুগলির চন্দননগরের বাসিন্দা সঞ্চিতা পাল একজন পশুপ্রেমী। রাস্তার কুকুরদের জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। দুর্ঘটনায় আহত হয়েছে কিন্তু বেঁচে আছে এরকম কোন কুকুরের খবর পেলে তিনি ছুটে যান এবং তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করে সেবা-শুশ্রুষা করে নিজের কাছেই রাখেন। অপারেশনের জন্য পা বাদ যায় অনেক কুকুরের। তারাও যাতে আবার স্বাবলম্বীভাবে হাঁটতে পারে সেই কারণে অভিনব এক পদক্ষেপ নিয়েছেন সঞ্চিতা। হুইল কার্ট বা এক কথায় বলা চলে চাকা লাগানো পা বানিয়ে দিয়েছেন ওদের জন্য। সঞ্চিতার এই অভিনব প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে নেটিজেনরা ।
শারীরিকভাবে অক্ষম, দুর্ঘটনায় পা বাদ গেছে এইরকম সাতটি কুকুর রয়েছে সঞ্চিতার জিম্মায়। তাদের খাওয়া দাওয়া থেকে সেবা, সব দায়িত্ব সঞ্চিতার। সোশ্যাল মিডিয়াতেই সঞ্চিতা বিদেশের একটি ওয়েবসাইটে চাকা লাগানো কুকুরের পায়ের সম্বন্ধে জানতে পারেন।
আরও পড়ুন: বাম্পার সুযোগ! ৫ টাকার নোট দিলেই মিলবে ২০ লাখ টাকা! কী ভাবে? দেখে নিন 'সঠিক' নিয়ম...
নিজের দেশের খোঁজ শুরু করেন কোথায় পাওয়া যায় এই ধরনের হুইলকার্ট। অনেক খুঁজে রাজস্থানের একটি সংস্থার সঙ্গেকথা বলে প্রথম সোনামনি নামক এই কুকুরের জন্য তৈরি করে আনেন চাকা লাগানো পা টি। নতুন ভাবে হাঁটতে পেরে সোনামণিও যে খুশি তা তাকে দেখলেই বোঝা যায়।
আরও পড়ুন: পেট ভর্তি করে খান 'বিরিয়ানি', একটুও বাড়বে না ওজন...! খাওয়ার পরে করতে হবে ৩ ছোট্ট কাজ
সঞ্চিতার এই কাজের সঙ্গী তার স্বামী পিকাসো। দম্পতি প্রতিদিন সকালে চন্দননগরের সমস্ত পথ কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করেন। যদি কোনও কুকুর অসুস্থ হয় তার চিকিৎসার ব্যবস্থা করে থাকেন এঁরা। সোশ্যাল মিডিয়ায় সঞ্চিতা ও তার কুকুর এতটাই জনপ্রিয় যে তাদেরকে হয়ত আর কিছু দিনের মধ্যে বড় পর্দায় দেখা যাবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ কুকুর ছাড়াও সঞ্চিতার জিম্মায় রয়েছে কমপক্ষে দশটি সারমেয় যারা কোন এক সময় অসুস্থ হয়ে সঞ্চিতার কাছে এসেছিল তারপর সুস্থ হয়ে তার কাছেই থেকে গিয়েছে।
এই বিষয়ে সঞ্চিতা পাল জানান, ছোট থেকেই তার কুকুরদের প্রতি বিশেষ ভালোবাসা। বড় হতে হতে সেই ভালোবাসাটা কী ভাবে এত প্রবল হয়ে ওঠে তা হয়তো তিনি নিজেও জানেন না। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি সমাজের কাছে আবেদন করেন, যাতে কোনও মানুষ অন্যায়ভাবে কুকুরদের উপর অত্যাচার না করে। তিনি আরও আবেদন জানান যেসব মানুষ বাড়িতে পোষ্য রাখতে পছন্দ করেন তারা বিদেশি কুকুরের সঙ্গে যদি দেশীয় পথপুকুরের দায়িত্ব নেন।
রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly news