কলকাতার বেশ কিছু গঙ্গার ঘাটে এক সময়ে অতি পরিচিত ছিল এই দৃশ্য। সাঁতার দিতে দিতে ঘাটের কাছে আসা লঞ্চে উঠে ছাদ পর্যন্ত চলে যাচ্ছে ছেলেরা, লঞ্চ ছাড়লে, কিছুটা গতি তুললে ফের ঝাঁপ দিয়ে পড়ছে গঙ্গার বুকে। মাথায় যে লেগে একেবারে তলিয়ে যেতে পারে নদীর অতলে, খেলার উত্তেজনার বশে এই বোধ তাদের কাজ করছে না। এখনও বাগবাজার ঘাট বা শহরের ইতিউতি থেকে একেবারে মিলিয়ে যায়নি ছেলেদের এই খেলা।
হাতের কাছে ভরা নদী পেলে যে সব জায়গার ছেলেরাই একই রকম খেলায় মেতে ওঠে, তার প্রমাণ এল এবার উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে। সম্প্রতি হাপুরের ব্রজধাম ঘাট থেকে গঙ্গাবক্ষে ছেলেদের দৌরাত্ম্যের এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেও ধরা পড়েছে অনেকটা একই রকম দৃশ্য।
আরও পড়ুন - 'বিজেপিতে ছিলাম-আছি-থাকব', জল্পনা শেষে জানিয়ে দিলেন মুকুল রায়! তৃণমূলে যোগের কারণও 'ফাঁস'
আরও পড়ুন - নিয়োগ দুর্নীতির মধ্যেই সারদা, রোজভ্যালি নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের! তোলপাড় বাংলা
জানা গিয়েছে যে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে স্থানীয় গড়মুক্তেশ্বর পুলিশ স্টেশনের পক্ষ থেকে। সেই ভিডিওর শুরুতে এক তরুণকে দেখা যাচ্ছে এক স্টিমারের ছাদে নির্লিপ্ত ভাবে বসে থাকতে। সে যে কোনও সময় জলে পড়ে যেতে পারে, ঘটতে পারে দুর্ঘটনা- অথচ সেই বিষয়ে তার কোনও ভ্রুক্ষেপই নেই।
অন্য দিকে, ভরা গঙ্গায় আরেক দল তরুণের বোটে স্পিড তোলার ঘটনাও উঠে এসেছে ওই ভিডিওয়। ঠিক যেমন ভাবে শহরের পথে কিছু অসমসাহসী তরুণ মোটরবাইকে স্পিড তোলে, এও ঠিক তাই। নদীতে সাঁতার দিচ্ছেন পুণ্যার্থীরা, তাঁদের আঘাত করতে পারে ওই স্পিডবোট বেসামাল হয়ে অথবা নিজেরাও আহত হতে পারে তরুণেরা- কিন্তু কোনও বোধই তাদের কাজ করছে না। তারা কেবল উল্লাসের সঙ্গে ভিডিও করতেই মগ্ন।
ভিডিও ভাইরাল হতেই তা নিয়ে অসন্তোষ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তবে পুলিশ এখনও পর্যন্ত ভিডিওয় দেখতে পাওয়া স্টিমারের ছাদে বসা তরুণ বা স্পিডবোঠে থাকা তরুণদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলেই জানা গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral