নির্মল সৈকত এবং ব্যাক ওয়াটারের জন্য পরিচিত কেরালার সমুদ্র সৈকত পর্যটকদের প্রসিদ্ধ আকর্ষণ কেন্দ্র। পর্যটকদের ভিড় এবং নিত্যদিন বহু স্থানীয় লোকেদের আসা যাওয়ার কারণে সমুদ্রের তীরে বর্জ্যের পরিমান দিনদিন বৃদ্ধি পেতে থাকে । অবাঞ্ছিত প্লাস্টিকের বোতল এবং বর্জ্য পদার্থ এবং ময়লা সমুদ্র সৈকতকে দূষিত করে তোলে যার নেতিবাচক প্রভাব এসে পড়ে জনসাধারণের জীবনযাত্রা এবং স্বাস্থ্যের ওপর। এই ব্যাপারটি ধীরে ধীরে গুরুতর উদ্বেগের বিষয়হয়ে দাঁড়িয়েছে। যদিও কেরালার প্রশাসন এবং লোকেরা সৈকতে জমে থাকা বর্জ্যের স্তূপের দিকে সেভাবে মনোযোগ দেয় না, সেখানে একজন জার্মান ব্যক্তিকে স্বেচ্ছায় সমুদ্র তীরে ঢুকতে এবং সেখান থেকে বর্জ্য পদার্থ পরিষ্কার করতে দেখা গেছে। একজন মালয়ালম অভিনেতা রহমান এই শিক্ষণীয় ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।
সমুদ্র সৈকতকে পরিষ্কার এবং সুন্দর রাখতে ওই জার্মান ব্যক্তির প্রচেষ্টা এবং পরিবেশ সচেতনতা ইন্টারনেটে মানুষের মন জয় করে নিয়েছে। ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ডে একজন লোককে বলতে শোনা যায় যে লোকটি যখনই ছুটিতে আসে, তখনি এই কাজটি করেন । এক সপ্তাহ ধরে এবারও একই কাজ করছেন তিনি। হাতে একটি ক্যারি ব্যাগ নিয়ে তিনি বর্জ্য সংগ্রহের করতে সমুদ্রের তীরে পৌঁছান । আশ্চর্যের ব্যাপার কর্পোরেশনের কর্মকর্তারা এই বিষয়টিতে কর্ণপাত করেন না। শুধু তাই নয় , স্থানীয়রাও সৈকত পরিষ্কার করা থেকে নিজেদের বিরত রাখেন।
২০২৩ সালে সবচেয়ে সুন্দর দেখার জায়গা হিসাবে ৫২ টি স্থানের মধ্যে কেরালাকেও তালিকাভুক্ত করা হয়। ফলে বিশ্বজুড়ে কেরালার জনপ্রিয়তাও যথেষ্ট বেড়ে যায়। এই ঘোষণার কিছু দিন পরেই এই সুন্দর ভিডিওটি অভিনেতা রহমান এটি শেয়ার করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং জার্মান ব্যক্তির এই নিঃস্বার্থ কাজটি সবার দ্বারা প্রশংসিত হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Internet, Kerala, Sea Beach, Viral News