হোম /খবর /পাঁচমিশালি /
২৫১ টাকায় স্মার্টফোন! দুনিয়ার সব থেকে সস্তা ফোন! আসলে বড় ফাঁদ, সব টাকা হাওয়া

২৫১ টাকায় স্মার্টফোন! দুনিয়ার সব থেকে সস্তা ফোন! আসলে বিরাট ফাঁদ, সব টাকা হাওয়া

Smartphone: ২৫১ টাকার ফোন। আসলে সেটা ছিল বিরাট ঠকবাজি। আপনি এই ফাঁদে পা দেননি তো? দেখুন।

  • Share this:

কলকাতা: যদি আপনাকে ফোন কিনতে বলা হয়, তা হলে প্রথম যে প্রশ্ন আপনার মাথায় আসবে তা হল বাজেট। এবার বাজেটের মধ্যে স্মার্টফোন পেলে কে না খুশি হয়! ২০১৬ সালে এমন একটি ফোন নিয়ে আসে রিঙ্গিং বেলস কোম্পানি। সেই ফোনটির দাম ছিল ২৫১ টাকা।

তখন এই স্মার্টফোনের বুকিংও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ৫-৬ মাস পরেও যখন ফোনটি মানুষের কাছে পৌঁছায়নি, তখন সবাই আওয়াজ তোলেন। এর পর বিষয়টি তদন্ত করে দেখা যায়, সংস্থাটি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এর পর সরকার কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। শেষ পর্যন্ত কোম্পানি জনগণের টাকা ফেরত দিতে বাধ্য হয়।

আরও পড়ুন- পাহাড়ের ভূত' দেখেছেন কখনও? এক সরকারি আধিকারিকের শেয়ার করা ভয়ঙ্কর ভিডিও দেখুন

এখনও পর্যন্ত Freedom 251 আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের সবচেয়ে সস্তা মোবাইল হিসেবে বিবেচিত হয়। তবে আসলে সেটি কেলেঙ্কারি ছিল।মোবাইলটি মানুষের হাতে আসেনি। কোম্পানি এই ফোনের দাম প্রথমে ৫০০ টাকা বলা হয়েছিল।

এমন একটা সময়ে যখন একটা ফিচার ফোনের জন্য খরচ করতে হয় ১০০০ টাকা, সেখানে ক্যামেরা, টাচ স্ক্রিন এবং অ্যান্ড্রয়েডের মতো বৈশিষ্ট্য সহ ৫০০ টাকায় স্মার্টফোন! লোকজনের কাছে ব্যাপারটি লটারির মতো ছিল।

শুধু তাই নয়, রিঙ্গিং বেলস ৫০ লাখ ফোন বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু প্রথম দিনেই ওয়েবসাইট ভেঙে পড়ে। তবে এর পরেও ৩০ হাজার অর্ডার নেয় সেই কোম্পানি। বুকিং বন্ধ করার সময় কোম্পানি দাবি করেছিল, ১.৭৫ কোটি ইউনিটের প্রি-অর্ডার পেয়েছে।

আরও পড়ুন- পুরোহিতের কোলেই লুটিয়ে পড়লেন বর! মদ্যপ পাত্রকে ধরল কাল-ঘুমে! তারপর? ভাইরাল ভিডিও

অনেকেই এই ফোনের অর্ডার দিলেও কেউ পায়নি। সংস্থাটি প্রাথমিকভাবে ৩০ হাজার জনকে প্রি-অর্ডারের পরিমাণ ফেরত দেওয়ার কথা বলেছিল। কোম্পানি বলেছিল, ফোনটি বিতরণ করা হলে তারা টাকা ফেরত পাবেন। তবে ফোন কেউ আজ পর্যন্ত পাননি।

Published by:Suman Majumder
First published:

Tags: Scam, Smartphone