সুখ শান্তি বজায় রাখতে বাড়িতে ভুলেও এই ঠাকুরের মূর্তি রাখবেন না...

Representational Image

Representational Image

বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে ও সকলকে নিরাপদে রাখতে আমরা সকলেই বিভিন্ন দেব দেবীর পুজো করে থাকি ৷ কিন্তু আমরা অনেকেই অজান্তে বাড়িতে এমন কিছু দেব দেবীর ছবি বা মূর্তি রেখে ফেলি যা থেকে নেমে আসে বেজায় বিপদ ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে ও সকলকে নিরাপদে রাখতে আমরা সকলেই বিভিন্ন দেব দেবীর পুজো করে থাকি ৷ কিন্তু আমরা অনেকেই অজান্তে বাড়িতে এমন কিছু দেব দেবীর ছবি বা মূর্তি রেখে ফেলি যা থেকে নেমে আসে বেজায় বিপদ ৷ তবে শুধু ঠাকুরের ছবি নয় বেশ কিছু পুজোর সামগ্রিও রাখা উচিৎ নয় ৷ দেখে নিন বাড়িতে শান্তি বজায় রাখতে কী কী করা উচিৎ নয় ৷

আরও পড়ুন: সবার মা, মা সারদা, এক মহীয়সীর জীবনগাথা . . .

১. ঠাকুর ঘরে কোনও ঠাকুরের তিনটি মূর্তি বা ছবি রাখবেন না ৷ এতে আপনার জীবনে নেমে আসবে ব্যাড লাক ৷ দেখা দিতে পারে আর্থিক সমস্যাও ৷ এতে খারাপ কিছু ঘটার আশঙ্কা বৃদ্ধি পায় ৷

২. আমাদের অনেকের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে ৷ শিবলিঙ্গ বাড়িতে থাকলে বেশ কয়েকটি নিময় মেনে চলতে হয় ৷ কিন্তু আজকের ব্যস্ত জীবনে এখন কারোর পক্ষেই সেই নিয়ম মেনে চলা সম্ভব হয়ে উঠে না ৷ আর এতে নেমে আসে মারাত্মক বিপদ ৷ তাই নিয়ম মানতে পারলেই তবেই বাড়িতে রাখুন শিবলিঙ্গ ৷

আরও পড়ুন: বাড়ির এই জায়গায় লবঙ্গ লুকিয়ে রাখলে বাড়বে আয় !

৩. রাধা কৃষ্ণ বা গণেশের মূর্তি বাড়িতে রাখতে হলে একটু সতর্ক থাকুন ৷ খেয়াল রাখবেন যে মূর্তি বা ছবিতে কৃষ্ণের সঙ্গে রাধা বা রুক্মিনী থাকলে সেটা না রাখায় ভালো ৷ আবার গণেশের মূর্তিতে তার দুই স্ত্রী থাকলে সেটাও রাখবেন ৷ কারণ বিশ্বাস করা হয় এতে স্বামী-স্ত্রীর সম্পর্কে প্রভাব ফেলে ৷ এমনকি বিবাহ বিচ্ছেদের আশঙ্কা বেড়ে যায় ৷

৪. বাড়িতে শুকিয়ে যাওয়া ফুল রাখবেন না ৷ ভুলেও বাড়িতে ভাঙা প্রদীপ রাখবেন না ৷ এতে আর্থিক সমস্যা বেড়ে যায় ৷ তুলসি গাছ মরে গেলে জলে ভাসিয়ে দিন ৷ নাহলে পরিবারে অশান্তি বাড়বে ৷

আরও পড়ুন: রক্তাক্ত নির্বাচন 'ওয়াঘার ওপারে'! কোয়েট্টায় বিস্ফোরণে মৃত বেড়ে ৩৪

৫. ভাঙা মূর্তিতে পুজো করবেন না ৷ শুভ কিছু ঘটার বদলে খারাপ কিছু ঘটার আশঙ্কা বৃদ্ধি পায় ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Idols Of Gods and Goddess, Shashtra