বলিউডে যে কয়েকজন একাধারে সুপারস্টার ও দুর্দান্ত ডান্সার, তার মধ্যে অন্যতম হৃত্বিক রোশন৷ হৃত্বিক মানেই মন ভালো করা পারফর্ম্যান্স৷ এ বার এই যুবকের সঙ্গে পরিচয় সেরে ফেলুন৷ ইনি হৃত্বিকের শুধু ভক্তি নন, ডুপ্লিকেট বলাই যায়৷
যাঁরা হৃত্বিক রোশনের ফ্যান, তাঁরা 'কোই মিল গ্যায়া' সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন৷ সেই ছবির 'ইধার চলা ম্যায় উধার চলা' গানটিতে অনবদ্য নেচেছিলেন হৃত্বিক৷ একেবারে হুবহু নাচলেন হৃত্বিকের মতো৷ দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hrithik Roshan, Koi Mil Gaya, TikTok Video