সোশ্যাল মিডিয়ার দৌলতে পোষ্যদের অনেক নতুন নতুন আমাদের সামনে উঠে আসে। সারাদিনের কাজের পর নিজেকে স্ট্রেস ফ্রি করতে এবং মনকে শান্তি দিতে পোষ্যদের ভিডিও খুব বড় অবদান রাখে। তাছাড়া যদি কেউ ডগ লাভার হয়ে থাকেন তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য সবচেয়ে বেশি শ্রেয়। কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একজন জার্মান ব্যক্তি কুকুরদের একটি কঙ্গা লাইন তৈরি করার জন্য এবং সেই লাইনে একসঙ্গে হাঁটতে শেখানোর জন্য তার ১৪ টি কুকুরকে প্রশিক্ষণ দিয়েছেন। ভিডিওটি এখানে দেখুন-
New record: Most dogs in a conga line - 14 by Wolfgang Lauenburger (Germany)
Wolfgang guided Emma, Filou, Fin, Simon, Susy, Maya, Ulf, Speck, Bibi, Katie, Jennifer, Elvis, Charly and Cathy in the long line 🐶 pic.twitter.com/AL6D3vGG5j — Guinness World Records (@GWR) January 31, 2023
উলফগ্যাং এবং তার মেয়ে আলেক্সা তাদের কুকুরদের নিয়ে অনেক রেকর্ড অর্জন করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলেছে "আলেক্সা ২০২২ সালের ৯ই ফেব্রুয়ারি এই শিরোপাটি অর্জন করেছিল। "
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dog, Internet, Twitter, Viral Video