হোম /খবর /পাঁচমিশালি /
লন্ডনে ভারতীয়দের বিয়ের শোভাযাত্রায় ব্যান্ড বাদ্য ব্রিটিশ গ্রুপের

লন্ডনে ভারতীয়দের বিয়ের শোভাযাত্রায় ব্যান্ড বাদ্য ব্রিটিশ গ্রুপের

এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ভারতীয় বারাতিরা জাঁকজমকপূর্ণ পরিধানে বিদেশী ব্যান্ডের বাজানো গানে পরমোল্লাসে নাচছেন। dance of indian baraati with the music of british band

  • Share this:

ভারতীয়দের বিয়ের অনুষ্ঠান মানেই ব্যান্ড বাজা বারাত , সঙ্গে চলে নাচ গানের আসর। বহু অতিথির সমাগমে বিয়ের অনুষ্ঠান আরও বেশি উল্লাস এবং জাঁকজমকে ভরে ওঠে। ভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিন্ন বিয়ের ভিন্ন প্রথা মেনে চলেন। আচার অনুষ্ঠান , খাবার ,পরিধান , সাজসজ্জা সবকিছুর ক্ষেত্রেই ভারতীয়রা নিজেদের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে থাকে।

বিদেশের মাটিতে ভারতীয়দের বিয়ের উৎসব বিরল কিছু না। তবে লন্ডনে ব্রিটিশ ব্যান্ডের সদস্যদের দ্বারা বাজানো সংগীতে নাচ করার ব্যাপারটা সত্যি অদ্ভুত। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা গেছে একটি বিয়ের অনুষ্ঠানে বেশ কিছু লোকের সমাবেশ ঘটেছে এবং সেখানে বারাতিরা লাইভ ব্যান্ডের সঙ্গে নাচ করছেন। ক্যামেরা ঘোরানোর সঙ্গে সঙ্গে একদল ইংরেজ ব্যান্ড গ্রুপকে ট্রাম্পেট বাজাতে দেখা যায়। তাদের বাজানো সংগীতে ভারতীয় বারাতিদের নাচ সকলকে বিমোহিত করেছে। ভিডিওটি এখানে দেখুন-

কমপ্লিট সার্কেল ওয়েলথের ম্যানেজিং পার্টনার এবং সিআইও গুরমিত চাড্ডা টুইটারে এই ক্লিপটি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছিলেন "আংরেজন সে ব্যান্ড এবং ঢোল বাজওয়া রহে হ্যায় পাঞ্জাবি :) ভারতীয়দের দ্বারা নেওয়া ক্লাসিক রিভেঞ্জ।" এর পর থেকেই নেটিজেনদের বিভিন্ন প্রতিক্রিয়া সামনে আসতে থাকে। এখনো অবধি ভিডিওটি ১.৩৮ লক্ষেরও বেশি ভিউ এবং ৩,৭০০ এর বেশি লাইক সংগ্রহ করেছে ৷

Published by:Brototi Nandy
First published:

Tags: Indian, Internet, London, Marriage, Viral Video