ভারতীয়দের বিয়ের অনুষ্ঠান মানেই ব্যান্ড বাজা বারাত , সঙ্গে চলে নাচ গানের আসর। বহু অতিথির সমাগমে বিয়ের অনুষ্ঠান আরও বেশি উল্লাস এবং জাঁকজমকে ভরে ওঠে। ভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিন্ন বিয়ের ভিন্ন প্রথা মেনে চলেন। আচার অনুষ্ঠান , খাবার ,পরিধান , সাজসজ্জা সবকিছুর ক্ষেত্রেই ভারতীয়রা নিজেদের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে থাকে।
বিদেশের মাটিতে ভারতীয়দের বিয়ের উৎসব বিরল কিছু না। তবে লন্ডনে ব্রিটিশ ব্যান্ডের সদস্যদের দ্বারা বাজানো সংগীতে নাচ করার ব্যাপারটা সত্যি অদ্ভুত। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা গেছে একটি বিয়ের অনুষ্ঠানে বেশ কিছু লোকের সমাবেশ ঘটেছে এবং সেখানে বারাতিরা লাইভ ব্যান্ডের সঙ্গে নাচ করছেন। ক্যামেরা ঘোরানোর সঙ্গে সঙ্গে একদল ইংরেজ ব্যান্ড গ্রুপকে ট্রাম্পেট বাজাতে দেখা যায়। তাদের বাজানো সংগীতে ভারতীয় বারাতিদের নাচ সকলকে বিমোহিত করেছে। ভিডিওটি এখানে দেখুন-
Angrezon se band and dhol bajwa rahe hain Punjabi :). Classic Revenge by Indians.
( on a lighter note guys) pic.twitter.com/DPmp5UByRZ — Gurmeet Chadha (@connectgurmeet) January 20, 2023
কমপ্লিট সার্কেল ওয়েলথের ম্যানেজিং পার্টনার এবং সিআইও গুরমিত চাড্ডা টুইটারে এই ক্লিপটি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছিলেন "আংরেজন সে ব্যান্ড এবং ঢোল বাজওয়া রহে হ্যায় পাঞ্জাবি :) ভারতীয়দের দ্বারা নেওয়া ক্লাসিক রিভেঞ্জ।" এর পর থেকেই নেটিজেনদের বিভিন্ন প্রতিক্রিয়া সামনে আসতে থাকে। এখনো অবধি ভিডিওটি ১.৩৮ লক্ষেরও বেশি ভিউ এবং ৩,৭০০ এর বেশি লাইক সংগ্রহ করেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian, Internet, London, Marriage, Viral Video