দেশি বিদেশি রেসিপি পেতে ইন্টারনেট এখন আমাদের কাছে সবচেয়ে বড় মাধ্যম। প্রতিদিনই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরণের নতুন রেসিপি দেখানো হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। ভালো রেসিপির সঙ্গে সঙ্গে কিছু উদ্ভট রেসিপিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।
এ বার ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গেল এক মহিলাকে ফুটন্ত জলে লেইজের পুরো প্যাকেটটা খালি করে দিয়ে সেই মিশ্রণে দুধ, সস ও পিপার যোগ করে স্ম্যাসড পটেটো বানাতে। ভিডিওর শেষে মহিলার প্রতিক্রিয়া এবং মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে খাবারটি অসাধারণ হয়েছে যদিও খাবারটি দেখে সেরকম কিছু মনে হয়নি। ভিডিওটি এখানে দেখুন-
View this post on Instagram
ভাইরাল হওয়া ভিডিওটি ১৮৫ হাজার লাইক এবং ১২ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। ভিডিওটি নেটিজেনদের বিভক্ত করেছে তাদের মতামতের দিক দিয়ে কারণ কারো এই রেসিপিটা পছন্দ হলেও কিছু নেটিজেনদের কাছে এটা বিষাক্ত এবং ক্যান্সার ফুড ।
একজন ইউসার লিখেছেন "মানুষ একঘেয়ে হয়ে পড়ছে বা খুব বেশি অবসর সময় আছে,সেজন্য এমন খাবার বানাচ্ছে। কোন উপায় নেই।"অপর একজন ব্যক্তি মন্তব্য করেছেন "অ্যাম্বুলেন্স কল করুন।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Internet, Recipe, Viral Video