হোম /খবর /পাঁচমিশালি /
আলুসিদ্ধর সঙ্গে চিপস! উদ্ভট রেসিপি শেয়ার করে নিমেষে ভাইরাল তরুণী

আলুসিদ্ধর সঙ্গে চিপস! উদ্ভট রেসিপি শেয়ার করে নিমেষে ভাইরাল তরুণী

সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও এখন ভীষণভাবে ভাইরাল হয়েছে যেখানে লেইজ চিপসকে দুধ , পানির এবং সস দিয়ে ফোটাতে দেখা গেছে। উদ্ভট এই রেসিপিটি শেষ অবধি স্ম্যাসড আলুর মতো দেখতে লাগছে। biazarre recipe of smashed potato gone viral

  • Share this:

দেশি বিদেশি রেসিপি পেতে ইন্টারনেট এখন আমাদের কাছে সবচেয়ে বড় মাধ্যম। প্রতিদিনই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরণের নতুন রেসিপি দেখানো হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। ভালো রেসিপির সঙ্গে সঙ্গে কিছু উদ্ভট রেসিপিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

এ বার ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গেল এক মহিলাকে ফুটন্ত জলে লেইজের পুরো প্যাকেটটা খালি করে দিয়ে সেই মিশ্রণে দুধ, সস ও পিপার যোগ করে স্ম্যাসড পটেটো বানাতে। ভিডিওর শেষে মহিলার প্রতিক্রিয়া এবং মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে খাবারটি অসাধারণ হয়েছে যদিও খাবারটি দেখে সেরকম কিছু মনে হয়নি। ভিডিওটি এখানে দেখুন-

ভাইরাল হওয়া ভিডিওটি ১৮৫ হাজার লাইক এবং ১২ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। ভিডিওটি নেটিজেনদের বিভক্ত করেছে তাদের মতামতের দিক দিয়ে কারণ কারো এই রেসিপিটা পছন্দ হলেও কিছু নেটিজেনদের কাছে এটা বিষাক্ত এবং ক্যান্সার ফুড ।

একজন ইউসার লিখেছেন "মানুষ একঘেয়ে হয়ে পড়ছে বা খুব বেশি অবসর সময় আছে,সেজন্য এমন খাবার বানাচ্ছে। কোন উপায় নেই।"অপর একজন ব্যক্তি মন্তব্য করেছেন "অ্যাম্বুলেন্স কল করুন।"

Published by:Brototi Nandy
First published:

Tags: Internet, Recipe, Viral Video