কলকাতা: আমাদের দেশে যাতায়াতের অন্যতম জনপ্রিয় মাধ্যম হল অটো রিকশা। খাওয়া খেতে খেতে দিব্যি আরাম করেই গন্তব্যে পৌঁছনো যায়। আর খরচও তেমন হয় না। কারণ অটোর ভাড়াও বেশ সস্তা হয়।
ভারতের বহু রাজ্যে আবার অ্যাপ ক্যাবের মতোই অ্যাপের মাধ্যমে অটোও বুক করা যায়। এমনকী বিদেশি পর্যটকরাও এই দেশে বেড়াতে এসে বেশির ভাগ ক্ষেত্রেই যাতায়াতের মাধ্যম হিসেবে অটোকে বেছে নিয়ে থাকেন।
ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য অটোয় তো আমরা হামেশাই উঠে থাকি। কিন্তু কখনও কি কেউ লক্ষ্য করেছেন যে, অটো চালকরা একেবারে সিটের ধারে গিয়ে বসে অটো চালান? এর পিছনে রহস্যটা ঠিক কী?
আরও পড়ুন- পালকে বিষ! এই পাখির কাছে গেলেই মৃত্যু! মানুষ মারার বিষ নিয়ে উড়ছে বিষাক্ত পাখি!
অনেকেই এই বিষয়ে বেশ কৌতূহলী হয়ে উঠেছেন। ফলে সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই নিয়ে প্রশ্নও। আজ সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য শিবিন সাক্সেনা নামের এক যাত্রী পথে নেমেছিলেন। প্রায় দীর্ঘ ২০ বছর ধরে অটোয় যাতায়াতকারী ওই ব্যক্তি সটান গিয়ে প্রশ্ন করেছেন অটো চালকদের। আর তাঁরা যে উত্তর দিয়েছেন, তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
লক্ষ লক্ষ ভিউ হয়েছে ওই ভিডিও-র। শিবিনের এই প্রশ্নের উত্তর বেশির ভাগ অটো চালকই হেসে উড়িয়ে দিয়েছেন। তবে কিছু চালক বিশেষ কিছু কারণ প্রদর্শন করেছেন। শুনে নেওয়া যাক সেই সব কারণ।
অটো চালকের থেকে পাওয়া উত্তর:
যখন তাঁরা অটো চালানো শেখেন, তখন সাধারণত পাশে বসে অন্য কেউ তাঁদের হাতে ধরে তা শেখান। আর শেখার সময় নতুন অটো চালকরা একেবারে সিটের ধারে বসেন। আর সেই অভ্যেসটাই থেকে যায়।
আর একটা বড় কারণ হল ইঞ্জিনের থেকে নির্গত তাপ। এই কারণে বারবার বসার জায়গা এদিক-ওদিক করতে থাকেন চালকরা।
আরও পড়ুন- দূর থেকে জল আনতে মায়ের কষ্ট হয়! ছেলের কাণ্ড অবাক করে দিল এলাকার মানুষকে
আবার কেউ কেউ জানিয়েছেন যে, অতিরিক্ত যাত্রী তোলার জন্যই সিটের একেবারে ধারে গিয়ে বসেন চালকেরা।
অটোর বাইরের ডান দিকের ফ্রেমে হর্ন লাগানো থাকে। জরুরি অবস্থায় সেই হর্ন বাজানোর প্রয়োজন হয়ে পড়লে চালকেরা সিটের ধারে বসেন।
আবার এক অটো চালক জানিয়েছেন যে, গাড়ি অথবা বাইকের মতো ভারি নয় অটো। ফলে ভারসাম্য বজায় রাখার জন্যই মূলত ধারে বসতে হয় তাঁদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Auto