ঝড়বৃষ্টি হলে সবচেয়ে অসহায় বোধ করে পশুপাখিরা। ঠিকানা হাারানোর ভয় তো থাকেই, এমনকি অজানা আতঙ্ক ঘিরে ধরে ঘরোয়া পোষ্যদের। কোনও সান্ত্বনাই কাজ করে না। এক কোণে সিটিয়ে থাকে তারা। এই অবস্থায় যদি সামান্য একটু ভালবাসা মেলে! সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় , যেখানে একরত্তি শিশু তার প্রিয় পোষ্যকে সান্ত্বনা দিচ্ছে। ভিডিওটিকে স্পষ্ট শোনা যাচ্ছে বাইরে আকাশ ভেঙে পড়ছে। আর সেই ভয়ে ওয়াশিংমেশিন রাখার জন্যে বরাদ্দ এক কোণে সিটিয়ে আছে কুকুরটি। এই অবস্থায় এক দুধের শিশু তার ভয় দূর করার যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আসতেই নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করতে শুরু করেছে। কেউ বলছেন. অবলা শিশুই আরেক অবলার অসহায়তা বুঝেছে। আজকের এই অসূয়ার আবহে এই দৃশ্য মানুষের সঙ্গে অন্যান্য প্রাণের সম্পর্কের প্রাচীন রসায়নটাই তুলে ধরছে যেন। বলাই বাহুল্য ঝড়ের বেগে শেয়ার হয়েছে ভিডিওটি। দেখুন ভিডিওটি:
This little guy comforting his buddy during a thunderstorm is the best thing you'll see today pic.twitter.com/HD6rdLuE7z
— Akki (@akkitwts) March 14, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Twitter, Viral Video