হোম /খবর /পাঁচমিশালি /
নর্মদা উপত্যকায় ডাইনোসরের গেরস্থালি! ভারতে মিলল সব থেকে বড় হ্যাচারির খোঁজ

নর্মদা উপত্যকায় ডাইনোসরের গেরস্থালি! ভারতে মিলল সব থেকে বড় হ্যাচারির খোঁজ

ভারতের বুকেও কি এক সময় দাপিয়ে বেড়াত তারা? না কি অনুকূল পরিবেশে সন্তানের জন্ম দিতেই আসত!

  • Share this:

    নয়াদিল্লি:  ভারতের বুকেও কি এক সময় দাপিয়ে বেড়াত তারা? না কি অনুকূল পরিবেশে সন্তানের জন্ম দিতেই আসত! প্রশ্ন আবার ঘুরছে নতুন করে। লক্ষ লক্ষ বছর আগের সে সব স্মৃতি আবার উস্কে উঠেছে নর্মদা তীরে।

    মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় আবিষ্কার হয়েছে ডাইনোসরের বাসার। জানা গিয়েছে, প্রায় ৯২টি ডায়নোসরের বাসা পাওয়া গিয়েছে এই অববাহিকা এলাকায়। ডাইনোসরের সংসারে পাওয়া গিয়েছে ২৫৬টি জীবাশ্ম ডিমও। মনে করা হচ্ছে এরা সকলেই তৃণভোজী শ্রেণির টাইটানোসরাস, যা সবচেয়ে বড় পরিচিত ডাইনোসরগুলির মধ্যে একটি। মধ্যপ্রদেশের ধর জেলায় নর্মদা উপত্যকায় প্যালিওন্টোলজিস্টদের একটি দল খুঁজে পেয়েছে এই ডাইনোসরের গেরস্থালি।

    আরও পড়ুন: টিভির পর্দায় ক্রাইম সিরিজ দেখে চুরির প্ল্যান! ১৬০ গ্রাম সোনা সহ গ্রেফতার নকল পুরোহিত

    তবে এই প্রথম নয়। অতীতেও ডাইনোসরের ডিম এবং বাসা পাওয়া গিয়েছে। তবে এই সাম্প্রতিক অনুসন্ধানগুলি অন্য একটি সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। প্রশ্ন উঠছে তবে কি নর্মদা উপত্যকায় লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসরদের উর্বর হ্যাচারি ছিল!

    জীবাশ্মবিদদের একটি দল ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ধর জেলার বাগ এবং কুক্ষি এলাকার অনেক গ্রামে গবেষণা চালিয়েছিল। হর্ষ ধীমান, বিশাল বর্মা, জিভিআর প্রসাদ এবং অন্যদের গবেষণার উপর একটি গবেষণাপত্রও সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে যে মূলত তিন বছরের গবেষণা থেকে অনুমান করা যাচ্ছে, যে ধর জেলার গ্রামগুলিতে পাওয়া বাসা এবং ডিমগুলি প্রায় ৬৬ মিলিয়ন বছর আগের। বাসাগুলির অবস্থানও বেশ চমকপ্রদ। জানা গিয়েছে, এগুলি খুবই ঘনসন্নিবিষ্ট অবস্থায় ছিল। ডাইনোসরের বাসাগুলিতে থাকা ডিমের ব্যাস প্রায় ১৫ থেকে ১৭ সেন্টিমিটার। কোনও বাসায় পাওয়া গিয়েছে একটি ডিম, তো কোনও বাসায় ২০টি।

    আরও পড়ুন: এ'বছর শিবরাত্রিতে মহা সংযোগ, এই দিনেই শনি প্রদোষ ব্রত, জেনে নিন চার প্রহরের পুজোর সময়

    রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এমন হতে পারে টাইটানোসরেরা শুধুমাত্র ডিম পাড়ার জন্যই নর্মদা উপত্যকার এই এলাকায় এসেছিল। গবেষণায় আরও দেখা গিয়েছে যে, একের পর এক ডিম এখানে রয়ে গিয়েছে যা ফোটেনি। মনে রাখতে হবে এই এলাকায় কিন্তু কোনও ডাইনোসরের হাড় পাওয়া যায়নি। গবেষক দলের প্রধান ধীমান জানান, যে হেতু শুধুমাত্র বাসা এবং ডিম পাওয়া গিয়েছে, হাড় নয়, তাই এক্ষেত্রে আরও গবেষণা করা প্রয়োজন, প্রয়োজন মাইক্রো সিটি স্ক্যানের।

    First published:

    Tags: Offbeat