হোম /খবর /পাঁচমিশালি /
ঘুম থেকে উঠেই ৩২-এর মহিলা হলেন ১৭-র কিশোরী, মনে নেই কিছুই... এও সম্ভব!

ঘুম থেকে উঠেই ৩২-এর মহিলা হলেন ১৭-র কিশোরী, মনে নেই কিছুই... এও সম্ভব!

ঘুম থেকে যখন উঠলেন তখন তাঁর বয়স ১৭৷

ঘুম থেকে যখন উঠলেন তখন তাঁর বয়স ১৭৷

32 Year Old Woman Felt 17 Again After a Nap: তিনি তাঁর নিজের স্বামীর কথাও ভুলে গিয়েছিলেন তবে সৌভাগ্যবশত আবার একই মানুষের প্রেমে পড়েন৷

  • Share this:

পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা তাজ্জব বানিয়ে দেয় খোদ মেডিক্যাল সায়েন্সকে৷ খোলা চোখে যেন বিশ্বাসও হয় না৷ নেশ পিল্লাই নামের বছর ৩২-এর মহিলার সঙ্গেও ঠিক এমনটাই হয়েছে৷

দিব্যি ঘুমোতে গিয়েছিলেন নেশ৷ ঘুম থেকে যখন উঠলেন তখন তাঁর বয়স ১৭৷ মনে নেই আগের কোনও ঘটনা৷ নিজের মেয়ের কথাও মনে করতে পারছিলেন না তিনি৷ ছয় বছরের সন্তানের মা ১৭ বছরের কিশোরীর মতো আচরণ করছিলেন৷ তিনি তাঁর নিজের স্বামীর কথাও ভুলে গিয়েছিলেন তবে সৌভাগ্যবশত আবার একই মানুষের প্রেমে পড়েন৷

আরও পড়ুন: বিশ্বভারতীকে সোনার ডিম দেওয়া হাঁসের সঙ্গে তুলনা! ফের বিতর্কে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

চিকিৎসকের কাছে গেলে তিনি জানান, মাথার পুরনো আঘাত, ক্ষত থেকেই এমনটা হয়েছে৷ এছাড়া পুরনো কিছু অপারেশনও এর কারণ৷ তবে আশার কথা তিনি কিছুক্ষণের জন্য স্মৃতি ফিরে পান৷ তাঁর স্বামীই আবার তাঁকে বিবাহের প্রস্তাব দেন, নেশ রাজীও হন৷ আপাতত তাঁরা সুখেই আছেন তবে অ্যালকোহল বা কফি থেকে তাঁকে দূরে থাকতে বলা হয়েছে৷

Published by:Rachana Majumder
First published:

Tags: Viral News