হোম /খবর /পাঁচমিশালি /
আচমকাই ব্যাঙ্কে ঢুকে কর্মীকে বেধড়ক মার দুই গ্রাহকের! কারণ জানলে চোখ কপালে উঠবে

Viral Video: আচমকাই ব্যাঙ্কে ঢুকে কর্মীকে বেধড়ক মার দুই গ্রাহকের! কারণ জানলে চোখ কপালে উঠবে

Viral Video: জানা যায়, গৃহঋণ শোধের জন্য নথিপত্র জমা দেওয়ার কথা জানিয়ে সেই দুই ব্যক্তিকে বারবার ফোন করা হচ্ছিল ব্যাঙ্ক থেকে। শেষমেশ বিরক্ত হয়ে ব্যাঙ্কে পৌঁছে যান সেই দুই গ্রাহক।

  • Share this:

গুজরাত: প্রত্যেক দিনের মতোই অফিসে নিজের জায়গায় বসে কাজ করছিলেন এক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এক কর্মী। দিব্যি কাটছিল দিন। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই তাল কাটল। যা ঘটল, তা বোধ হয় দুঃস্বপ্নেও ভাবতে পারেননি সেই ব্যক্তি।

গুজরাতের ব্যাঙ্কে দুই গ্রাহক প্রবেশ করেন। আর তার পরেই ঘটে বিপত্তি। সেই দুই গ্রাহক আচমকাই এসেই মারধর করতে শুরু করেন সেই কর্মীকে। ওই দুই গ্রাহক সোজা সেই ব্যক্তির টেবিলে চলে যান। তার পরেই আচমকা চড়-থাপ্পড় মারতে শুরু করেন। এমন আক্রমনে হতভম্ব হয়ে যান সেই ব্যাঙ্ককর্মী। বিপদ বুঝে তাঁদের থামাতে আসেন ব্যাঙ্ককর্মীরা।

আরও পড়ুন, মৃত ৪ হাজার, তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে ২০ হাজার প্রাণহানির আশঙ্কায় WHO

আরও পড়ুন, ভূমিকম্পে মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩০০

জানা যায়, গৃহঋণ শোধের জন্য নথিপত্র জমা দেওয়ার কথা জানিয়ে সেই দুই ব্যক্তিকে বারবার ফোন করা হচ্ছিল ব্যাঙ্ক থেকে। শেষমেশ বিরক্ত হয়ে ব্যাঙ্কে পৌঁছে যান সেই দুই গ্রাহক। তার পরেই সেই ব্যাঙ্ককর্মীকে মারধর করতে শুরু করেন তাঁরা।

পুরো ঘটনাটি ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Published by:Sanchari Kar
First published:

Tags: Gujarat, Viral Video