#নয়াদিল্লি: যাত্রীদের জন্য সুখবর ৷ এতদিন পর্যন্ত ট্রেনে যাত্রা করার সময় যে কোনও একটি পরিচয় পত্র-আধার বা ভোটার কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক ছিল ৷ কিন্তু রেলের নতুন উদ্যোগে তা আর দরকার নেই ৷ এবার থেকে স্মার্টফোন থাকলেই আর নিয়ে ঘুরতে হবে না পরিচয়পত্র ৷ যাত্রীদের মুশকিল আসানের জন্য এবার নতুন একটি অ্যাপ নিয়ে এসেছে রেল ৷ অ্যাপটি হল mAadhaar ৷
ট্রেন সফরের সময়ে মোবাইলে এম-আধার অ্যাপটি ইনস্টল করা থাকলে কাজ হবে তাতেই। এই অ্যাপটিই পরিচয়পত্র হিসেবে দেখাতে পারবেন যাত্রীরা।
UIDAI এই অ্যাপটি তৈরি করেছে ৷ পাসওয়ার্ড দিয়ে যদি কোনও যাত্রী mAadhaar দেখায় তাহলে সেটিকে বৈধ পরিচয়পত্র হিসেবে মানতে হবে ৷ সম্প্রতি এমনটাই জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফে৷
mAadhaar-র ব্যক্তি সম্বন্ধে সমস্ত রকমের তথ্য থাকবে ৷ নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা ও একটি ছবিও থাকবে ৷ পাশাপাশি এটি ওই ব্যক্তির আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকবে ৷ এই অ্যাপটি ব্যবহার করার জন্য UIDAI-তে নিজের মোবাইল নম্বর রেজিষ্ট্রার করতে হবে ৷