হোম /খবর /উত্তরবঙ্গ /
কোন পথে এগিয়ে চলেছে আজকের ভারত? উত্তর খুঁজতে বসল যুব সংসদের আসর

Uttar Dinajpur News: দেশকে চেনাতে রায়গঞ্জে আয়োজিত হল যুব সংসদ

X
title=

নেহেরু যুব কেন্দ্রের পরিচালনায় গোটা বিষয়টি আয়োজিত হচ্ছে। তারই অংশ হিসেবে রায়গঞ্জ ক্যারিটাস হলে আয়োজিত হয় যুব সংসদ। রায়গঞ্জ সহ জেলার প্রতিটি ব্লক থেকে প্রতিযোগীররা অংশগ্রহণ করেন।

  • Share this:

উত্তর দিনাজপুর: আগামীর ভারত সম্পর্কে যুব সমাজকে অবগত করতে রায়গঞ্জে আয়োজিত হল যুব সংসদ। আগামীর ভারত কেমন হবে, সে কার প্রতিনিধিত্ব করবে, কারা উঠে আসবে নেতৃত্বে এইসব নিয়ে যুবসমাজকে সচেতন করতে বিভিন্ন রাজ্যের জেলায় জেলায় যুব সংসদ আয়োজন করছে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক।

আরও পড়ুন: টাইম কলে কখন জল পড়বে কেউ জানে না! বাধ্য হয়ে নদীর জল ব্যবহার করছেন গ্রামবাসীরা

এই মন্ত্রকের অধীনস্থ নেহেরু যুব কেন্দ্রের পরিচালনায় গোটা বিষয়টি আয়োজিত হচ্ছে। তারই অংশ হিসেবে রায়গঞ্জ ক্যারিটাস হলে আয়োজিত হয় যুব সংসদ। রায়গঞ্জ সহ জেলার প্রতিটি ব্লক থেকে প্রতিযোগীররা অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন নেহেরু যুব কেন্দ্রের স্টেট ডিরেক্টর রাজীব মজুমদার। অংশগ্রহণকারী প্রতিযোগীদের তিনি বলেন, আগামীতে ইয়ুথ অফ ভয়েস কী হবে সেই গুরুত্বপূর্ণ বিষয়টিকে সামনে রেখেই এই আয়োজন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। কিন্তু কেমন ভাবে দেশের সেই অগ্রগতি ঘটছে, কী নীতি নেওয়া হচ্ছে সেসব বিষয়ে যুব সমাজকে স্বচ্ছ ধারণা দেওয়া হয়। পাশাপাশি দেশের আইন ও শাসন বিভাগ সম্পর্কেও যুবসমাজকে অবগত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

মৃন্ময় বসাক

Published by:kaustav bhowmick
First published:

Tags: Raiganj