Sebak DebSarma
#মালদহ: মালদহে ব্লক অফিসে ধর্নায় বসলেন পরিযায়ী শ্রমিক পরিবারের মহিলারা। পুরাতন মালদহে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া মানুষদের ফিরিয়ে আনার দাবিতে ব্লক অফিসে বিক্ষোভ,ও ধর্না মহিলাদের। লকডাউনের মধ্যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাড়ির পুরুষ মানুষেরা আটকে পড়ায় চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারগুলি। বাড়ির পুরুষ মানুষদের একে কাজ নেই, অন্যদিকে তাঁরা ভিন রাজ্য থেকে বাড়িতেও ফিরতে পারছেন না । এই অবস্থায় পুরাতন মালদা বিডিও অফিসে ঘেরাও অবস্থান-বিক্ষোভ করলেন মালদহের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হালনা গ্রামের শতাধিক মহিলা। বিভিন্ন দাবি-দাওয়া লেখা প্লাকার্ড নিয়ে বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষন ধর্না চালান তাঁরা। মহিলাদের দাবি, কারো স্বামী, কারো ছেলে, কারো ভাইয়েরা ভিন রাজ্যে আটকে রয়েছেন। কেউ মুম্বইয়ে, কেউ হায়দরাবাদে, কেউ বা দিল্লি থেকে মালদহে ফিরতে পারছেন না। মহিলাদের দাবি, যাঁদের আর্থিক সামর্থ্য রয়েছে, তাঁরা বেশি দামে টিকিট কেটে ট্রেনে বা সড়কপথে ফিরে আসতে পারছেন। কিন্তু, প্রকৃত গরিবরা এখনো ফিরতে পারেননি।
দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলার পর পুরাতন মালদহের বিডিও সঙ্গে দেখা করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। এরপর ব্লক প্রশাসনের কর্তারা এসে পরিযায়ী শ্রমিক পরিবারের মহিলাদের আশ্বস্ত করেন। আন্দোলনকারীদের দাবি, যাত্রাডাঙ্গা পঞ্চায়েতের হালনা গ্রামের অন্তত ৫০০ শ্রমিক ভিন রাজ্যে আটকে রয়েছেন। অনেকে কর্মহীন হয়ে পড়ায় বাড়িতে টাকাও পাঠাতে পারেননি, ফলে পরিবারের লোকজন কার্যত অর্ধাহারে রয়েছেন। আবার পরিবারের পক্ষ থেকেও এই বিপদের দিনে ভিন রাজ্যে আটকে পড়া মানুষজনকে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না।
যদিও ব্লক প্রশাসনের আশ্বস্ত করে জানায়, ভিন রাজ্যে আটকে পড়া মানুষ জনের তালিকা পঞ্চায়েতের মাধ্যমে তৈরি করেছে প্রশাসন। ইতিমধ্যেই নির্দিষ্ট কর্তৃপক্ষকে তা পাঠিয়েও দেওয়া হয়েছে। এরপরেও যাঁরা আটকে রয়েছেন, তাঁদের নির্দিষ্ট ভাবে আবেদন করতে বলা হয়েছে। ধাপে ধাপে সকলকেই ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেন প্রশাসনের কর্তারা । এরপর আন্দোলন তুলে নেন পরিযায়ী শ্রমিক পরিবারের মহিলারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maldah, Migrant Labours, Protest