Home /News /north-bengal /

ঢিল মেরে কুল পারার জের, বিবস্ত্র করে মার শিশু-সহ অন্তঃসত্ত্বা মাকে

ঢিল মেরে কুল পারার জের, বিবস্ত্র করে মার শিশু-সহ অন্তঃসত্ত্বা মাকে

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

অন্যের গাছ থেকে কুল পাড়তে ঢিল মেরেছিল ৩ বছরের শিশু। অভিযোগ তার জেরে বেধড়ক মারধর করা হয় ওই শিশু ও তার অন্তঃসত্ত্বা মাকে।

 • Share this:

  #মালদহ: অন্যের গাছ থেকে কুল পাড়তে ঢিল মেরেছিল ৩ বছরের শিশু। অভিযোগ তার জেরে বেধড়ক মারধর করা হয় ওই শিশু ও তার অন্তঃসত্ত্বা মাকে। ঘটনার পর হাসপাতালের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ উঠেছে। আক্রান্তের পরিবারের দাবি, অভিযুক্তর চাপে প্রথমে আহত মা ও শিশুকে ভর্তি নিতে চায়নি মানিকচক হাসপাতাল। পরে স্থানীয়দের বিক্ষোভে চিকিৎসা হয়। ঘটনায় ৯ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

  মালদার মানিকচক থানার উগরিটোলার ঘটনা। স্থানীয়দের দাবি, ছেলেকে বাঁচাতে গেলে প্রতিবেশী যুবক মায়ের উপর চড়াও হয়। বাড়িতে ঢুকে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করে বলে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ ৷ ঘটনার পর পলাতক অভিযুক্ত শেখ আখরাতুল ৷

  First published:

  Tags: Malda, Woman Tortured, Woman Tortured In Malda

  পরবর্তী খবর