#ময়নাগুড়ি: সেলফি, টিকটক ভিডিও, কানে হেডফোনের গেড়োয় প্রাণ যাওয়ার ঘটনা আকছাড় ঘটেই চলেছে ৷ তবু হুঁশ পেরে না মানুষের ৷ বিশেষ করে তরুণ প্রজন্ম এই ভয়ঙ্কর নেশায় আসক্ত ৷ফের সেলফির নেশায় চলে গেল একটি তরতাজা প্রাণ ৷ মালবাজারে মৃত্যু হল এক তরুণীর ৷ জানা গিয়েছে, মৃত রমা রায় ময়নাগুড়ির বাসিন্দা ৷ মালবাজারের মহকুমার ওদলাবাড়ি এলাকায় ঘিস নদীর রেলব্রিজ এলাকায় রবিবার ঘটেছে দুর্ঘটনা। ময়নাগুড়ির একটি কোচিং সেন্টার থেকে ১১০ জন মিলে এদিন পিকনিক করতে এসেছিল ওদলাবাড়ির ঘিস নদীর পাড়ে।এক বান্ধবীর সঙ্গে নদীর উপর রেলসেতুতে উঠেছিলেন সেলফি তুলতে ৷ দুর্ঘটনা ঘটে তখনই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।