মালদহ : মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলার শ্লীলতাহানি, অশ্লীল ভিডিও তৈরির চেষ্টার অভিযোগ । হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয়েছে । ঘটনার তদন্তে নেমে একজনকে আটক করেছে পুলিশ । হাসপাতালের চারজন নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের । বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷
অভিযোগকারিণীর দাবি, এক আত্মীয়া ভর্তি থাকায় তিনি শুক্রবার রাতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান । সঙ্গে ছিলেন পরিচিত এক যুবক । অভিযোগ, এ সময় পুলিশ পরিচয় দিয়ে তাঁকে একটি ঘরে ডেকে নিয়ে যায় কয়েক জন । সঙ্গে থাকা পুরুষকে ঘরের বাইরে রেখে ভেতরে নিয়ে গিয়ে ঘরে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । শরীরের পোশাক খুলে ফেলার জন্য জোর করা হয় বলে দাবি মহিলার । তাঁর অভিযোগ, নিরাপত্তারক্ষীদের একজন তাঁর শরীরে হাত দেন । অন্য জন সেই ছবি মোবাইলে তুলে রাখার চেষ্টা করছিল । মারধর করা হয় তাঁর সঙ্গী যুবককে । শেষপর্যন্ত কোনওরকমে সেখান থেকে পালিয়ে আসেন মহিলা ।
আরও পড়ুন : মর্মান্তিক! কালবৈশাখীর তাণ্ডবে রবীন্দ্র সরোবরে নিহত ২ কিশোর রোয়িং শিক্ষার্থী
শনিবার সকাল হতেই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা । সঙ্গে সঙ্গে তদন্তে নেমে অভিযুক্তদের একজনকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ । এই ঘটনায় মালদা মেডিক্যাল কলেজের রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । মালদা মেডিক্যাল কলেজে আত্মীয়দের চিকিৎসার প্রয়োজনে অনেক মহিলাকেই রাতভর হাসপাতাল চত্বরে কাটাতে হয় । এই অবস্থায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে । পুলিশ পরিচয় দিয়ে মহিলাকে ডেকে আনার যে অভিযোগ উঠেছে তাকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ ।
আরও পড়ুন : একই তেলে বার বার রাঁধছেন? ক্যানসারের মতো আর কোন কোন মারণরোগ ডেকে আনছেন, জানুন
মালদহের জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, ‘‘ এ ঘটনায় এফআইআর করা হয়েছে । একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে । অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Molestation