#মালদহ: হাত-পা বেঁধে, মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে স্বামীকে নৃশংস ভাবে খুন। দুঃসম্পর্কের দাদার সাহায্য নিয়ে স্বামীকে খুন করল স্ত্রী। খুনের পর দেহ লোপাটের চেষ্টার অভিযোগ। মালদহের (Malda) হরিশ্চন্দ্রপুরের ডেইলি মার্কেট এলাকায় ঘটনা। বাড়ির সিঁড়ির তলা থেকে লুকানো মৃতদেহ উদ্ধার। মৃত রাম মুসোহর(৩৭)। পেশায় রং মিস্ত্রি। মৃতের স্ত্রী (Wife Killed Husband) এবং দু:সম্পর্কের দাদাকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং সম্পত্তি হাতাতেই স্বামীকে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতের ছেলেকেও জিজ্ঞাসাবাদ পুলিশের।
স্থানীয়দের একাংশের অনুমান, ছেলে ও বাবার বচসার সুযোগ কাজে লাগিয়ে পরিকল্পনা করে খুন করা হয়। যাতে খুনের ঘটনায় ছেলের ওপর সকলের সন্দেহ হয়। বাড়িতে গাড়ি আনার কথা বলা হলেও ছেলেকে বাবার খুনের ঘটনা জানানো হয়নি বলে অভিযোগ। গাড়িতে করে দেহ লোপাট করে পুঁতে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
আরও পড়ুন: বছর পুরনো বিয়ে সম্পন্ন হল এখন! বীরভূমের সুপ্রিয়ার বিয়ে চোখ খুলে দেবে সমাজের...
মৃতের ছেলে বাপি মুসোহর জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই বাবা কাজকর্ম ছেড়ে দিয়েছিলেন। এনিয়ে পারিবারিক অশান্তি লেগে থাকত। মায়ের দুঃসম্পর্কের আত্মীয় সংসার চালাত। তবে, বাবা খুন হয়ে যাবেন এমনটা ভাবতে পারেননি তিনি। খুনের ঘটনায় জড়িত মা ও আত্মীয়র শাস্তি দাবি করেছে ছেলে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।