#শিলিগুড়ি: ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভার ভোট হতে পারে। আজ আদালতে রাজ্য নির্বাচন কমিশন হলফনামা জমা দেওয়ার পরই শিলিগুড়িতে শুরু রাজনৈতিক তরজা। শিলিগুড়ি পুরসভা কার? শুরু জোর চর্চা। বামেরা কি ফের ক্ষমতায় ফিরবে? নাকি তৃণমূল প্রথমবার পুরসভা দখল করবে? বিধানসভার পর বিজেপি কি ক্ষমতা দখল করতে পারবে?
শিলিগুড়ি পুরসভা ফের দখল করবে বামেরাই। লোকসভা বা বিধানসভা ভোটের সঙ্গেই এই নির্বাচনের অনেক ফারাক। এটা স্থানীয় পর্যায়ের নির্বাচন। গত ৬-৭ মাসে তৃণমূলের নেতাদের নিয়ে গঠিত পুর প্রশাসনিক বোর্ড উন্নয়নে ব্যর্থ। শিলিগুড়ির সর্বনাশ করে দিয়েছে। তারই জবাব দেবে নাগরিকেরা। আর এখানে ভোট লুঠ হতে দেওয়া হবে না। প্রয়োজনে দলীয় পতাকা ভুলে ঐক্যবদ্ধভাবে তা রোখা হবে। এটাই শিলিগুড়ির রাজনৈতিক ঐতিহ্য। তা ধরে রাখবে শিলিগুড়ি। কলকাতার মতো এখানে ছাপ্পা বা ভোট লুঠ, রিগিং করতে দেওয়া হবে না।
আরও পড়ুন: ভালুক-রয়্যাল বেঙ্গল রহস্য কাটার আগেই এবার জলপাইগুড়িতে চিতাবাঘের আতঙ্ক!
সর্বোতভাবে প্রতিরোধ গড়ে তুলবে সাধারন মানুষেরাই। আর অবিলম্বে এই প্রশাসনিক বোর্ডকে খারিজ করতে হবে। বিজেপি নয় মূল লড়াই তৃণমূলের সঙ্গে। আজ দলীয় কার্যালয়ে একথা বললেন দার্জিলিং জেলা বাম আহ্বায়ক জীবেশ সরকার। তিনি এও বলেন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। প্রয়োজনে আসন সমঝোতার পথেও হাঁটতে পারে বামেরা।
আরও পড়ুন: মমতার নিরাপত্তা অফিসারের ব্যাগ-পিস্তল গায়েব কাণ্ডের রহস্য ফাঁস, বেরোল অসম যোগ!
অন্যদিকে, পুর প্রশাসক গৌতম দেব পালটা বলেন, আমরা যা উন্নয়নমূলক কাজ করেছি। তাতে ওরা লড়াইয়ে থাকবে না। এই প্রথম এককভাবে আমরা শিলিগুড়ির উন্নয়নের সুযোগ পেয়েছি। তার ফল মিলবে নির্বাচনে। দ্বিতীয় বা তৃতীয় যে হবে তা নিয়ে ওদের লড়াই। আমাদের প্রতিদ্বন্ধী কেউ নেই। কলকাতায় বামেদের উত্থান প্রসঙ্গে বলেন, সেদিকে নজর থাকবে। কেননা বিজেপি ক্রমেই ক্ষয়িষ্ণু হচ্ছে। বিধানসভা নির্বাচনের পর কলকাতা পুরভোটের ফলেই তার প্রমাণ মিলেছে। এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখছি আমরা। তবে ক্ষমতায় আসার ব্যাপারে আমরা নিশ্চিত। নির্বাচনের জন্যে আমরা তৈরী। নির্বাচন হত। কিন্তু কোভিডের জন্যে হয়নি।
অন্যদিকে, বিজেপি শিলিগুড়ি সহ লাগোয়া ৬টি বিধানসভা আসন জয়ী হয়েছে। আর তাই পুরবোর্ড দখলে মরিয়া গেরুয়া শিবির। এবং জেতার বিষয়ে আশাবাদী বলে দাবি বিধায়ক শঙ্কর ঘোষের। মূলত অনুন্নয়নকে হাতিয়ার করেই ময়দানে নামছে তারা।
Partha Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri