Sebak DebSarma
#মালদহ: স্বামী গোপাল চন্দ্র সাহা মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখন মালদহ মেডিক্যাল কলেজের চিকিৎসাধীন। তাই স্বামীর হয়ে ভোট প্রচারে নামলেন স্ত্রী জ্যোৎস্না সাহা। এ দিন দলের মহিলা ব্রিগেড এবং অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মালদহ বিধানসভার বিভিন্ন এলাকায় দলের প্রচারে নেতৃত্ব দিলেন প্রার্থীর স্ত্রী। তাঁকে সামনে রেখেই পাড়া থেকে মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে চলল ভোট প্রচার। পরনে কমলা শাড়ি, মাথার দলের প্রতীক দেওয়া টুপি, আর গলায় উত্তরীয় ঝুলিয়ে সামনে থেকে প্রচারের নেতৃত্ব দিলেন প্রার্থীর স্ত্রী জ্যোৎস্না দেবী। বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে স্বামীর হয়ে ভোট চাইলেন স্ত্রী । তাঁকে সামনে পেয়ে অনেক ভোটার প্রার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন।
আগামী ২৯ এপ্রিল মালদহ বিধানসভা কেন্দ্রে নির্বাচন। এর ৭২ ঘণ্টা আগে ২৬ এপ্রিল শেষ হয়ে যাবে শেষ দফা ভোটের প্রচার। হাতে সময় যথেষ্ট কম। স্বামীর স্বাভাবিক হয়ে ভোট প্রচারে নামতেও সময় লাগতে পারে। তাই, সময় নষ্ট না করে ঘর ছেড়ে নিজেই বেরলেন ভোটের প্রচারে। স্বামী অনেক এলাকাতেই ঠিকঠাক প্রচারে সময় দিতে পারেননি। এর মধ্যেই গুলি কান্ডের ঘটনা প্রচারে আরও জটিলতা তৈরি হয়েছে। স্বামীর অবর্তমানে দলের নেতাকর্মীরা যাতে উৎসাহিত হয়ে প্রচার জারি রাখতে পারেন সেই কারণে গৃহিণী হয়েও ভোটপ্রচার, বলে জানিয়েছেন প্রার্থীর স্ত্রী জ্যোৎস্না দেবী।
পুরাতন মালদহ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এ দিন বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করতে দেখা যায় বিজেপি প্রার্থীর স্ত্রী’কে। এ ভাবে প্রার্থীর স্ত্রী ভোট প্রচারে নামায় খুশি দলের কর্মী-সমর্থকরা। বিজেপির মহিলা মোর্চার নেত্রী ছন্দা চৌধুরী বলেন, প্রার্থীর স্ত্রী স্বতঃস্ফূর্তভাবে প্রচারের নামায় আমরা উৎসাহিত। সাধারণ ভোটারদের কাছেও ভাল সাড়া পাওয়া গিয়েছে। প্রার্থী চিকিৎসাধীন থাকাকালীন এ ভাবেই প্রচার এগিয়ে নিয়ে যাওয়া হবে। তবে আমাদের আশা, প্রার্থীও দ্রুত প্রচারে ফিরবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।