কোচবিহার: জেলা সদর শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে তোর্সা নদী। আর এই তোর্সা নদীর বিসর্জন ঘাট যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নদীর গতিপথ পরিবর্তন ফলে এখানে বেশ অনেকটা জায়গা চরে রূপান্তরিত হয়ে গিয়েছে। আর এখানেই সকাল ও বিকেল প্রচুর মানুষ ভিড় জমান। সকালে দিকে প্রচুর মানুষ হাঁটতে আসেন, শরীর চর্চাও করেন। আর বিকেলের দিকে প্রচুর মানুষ ভিড় জমান। এখানে নদী শুকিয়ে যাওয়ার ফলে চর তৈরি হয়ে গিয়েছে। আর সেই নদীর চরেই তৈরি হয়েছে কলার বাগান।
কোচবিহারের বাসিন্দা অর্পিত রায় জানান, "এই জায়গাটি খোলামেলা হওয়ার কারণে এখানে সুন্দর হওয়া রয়েছে। বিকেলের দিকে প্রচুর মানুষ এখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরতে আসেন। এ ছাড়া এখানে একটি চায়ের দোকান শুরু হয়েছে। তাই যে মানুষেরা বিকেলে চায়ের মজা উপভোগ করতে চান তারাও এখানে ঘুরতে আসতে পারেন।"
আরও পড়ুনঃ রায়গঞ্জের ৩ যুবকের কীর্তিতে তোলপাড় বলিউড! তাঁদের কাণ্ড শুনে হতবাক সকলে! কী এমন ঘটল...
অমৃতা রায় জানান, "এই জায়গায় অনেকটা ফাঁকা জায়গা রয়েছে তাই বিকেলের বাচ্চারা দৌড়াদৌড়ি বা খেলার ভাল জায়গা পায় এখানে। এ ছাড়া বর্তমান সময় চারপাশে ফাঁকা জায়গা কমে এসেছে। তাই বাচ্চাদের এইরকম ফাঁকা জায়গা খুব দরকার। তাহলেই বাচ্চারা তাদের শৈশব উপভোগ করতে পারবে।"
তবে কোচবিহারের এই তোর্সা নদীর বিসর্জন ঘাট বর্তমান সময়ে একটি ক্ষুদ্র পর্যটন স্থলে পরিণত হয়েছে। প্রচুর মানুষের কাছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যে নামার আগে এখানে সূর্য ডোবার মুহুর্ত বহু মানুষের অনেটাই পছন্দ হবে এটা নিশ্চিতভাবে বলা সম্ভব। তবে বহু মানুষ এই জায়গায় পিকনিক করতে এসে কিংবা ঘুরতে এসে নোংরা ফেলে থাকেন। সেটা এই জায়গায় প্রকৃতিক সৌন্দর্যকে কিছুটা হলেও নষ্ট করে। কোচবিহারের আরেক বাসিন্দা রুদ্রানী গোপ জানাচ্ছেন, "এখানে ঘুরতে আসা মানুষের উচিত এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য্য বজায় রাখা। উল্টে তারাই এই জায়গায় নোংরা ফেলে এখানের সৌন্দর্য কমিয়ে দিচ্ছেন।"
Sarthak Pandit
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar, Weekend Tour