হোম /খবর /শিলিগুড়ি /
পশ্চিমী ঝঞ্ঝার জের! ঝমঝম বৃষ্টিতে ভিজছে উত্তরের এই সব জেলা

Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার জের! ঝমঝম বৃষ্টিতে ভিজছে উত্তরের এই সব জেলা

পশ্চিমী ঝঞ্ঝার জের! মাঘের বৃষ্টিতে ভিজছে পাহাড়

পশ্চিমী ঝঞ্ঝার জের! মাঘের বৃষ্টিতে ভিজছে পাহাড়

Weather Update: মাঘের শেষে বৃষ্টিতে ভিজছে পাহাড়! কেমন থাকবে সমতলের আবহাওয়া

  • Local18
  • Last Updated :
  • Share this:

শিলিগুড়ি : মাঘের শেষে বহু প্রতীক্ষিত বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পেল শহরবাসী। যদিও পাহাড় থেকে সমতল, সব জায়গায় সমানভাবে বৃষ্টি হয়নি। বৃষ্টির হাত ধরে একটু হলেও শীতের প্রকোপ বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে পাহাড়ে বৃষ্টি হলেও তুষারপাতের সম্ভাবনা কম বলে আইএমডি সূত্রে জানা যাচ্ছে।

বিগত কিছুদিন ধরেই উত্তরের আকাশেও মেঘ জমছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। বৃহস্পতিবার বিকেল হতেই আকাশে মেঘ জমাট বাঁধতে থাকায় শুরু হয় নতুন করে বৃষ্টির প্রত্যাশা। এবার আর বিরূপ হয়নি প্রকৃতি। ভোরবেলা থেকে হালকা বৃষ্টিপাত হয় ।

আরও পড়ুন -  Weather Update: জেলায়, জেলায় বৃষ্টির অশনি সংকেত, তাপমাত্রা হঠাৎ করে বাড়ছে,কমছে, রইল ওয়েদার আপডেট

দার্জিলিং ও কালিম্পং তো বটেই, বৃষ্টি হয়েছে সমতল শিলিগুড়িতেও। যদিও সমতল বা পাহাড়, কার্যত বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। মাঝারি ধরনের বৃষ্টির জন্য সন্ধে হতেই জাঁকিয়ে ঠান্ডা পড়ে যায় পাহাড়ে। ফাঁকা হয়ে যায় দার্জিলিং এবং কালিম্পংয়ের রাস্তা। মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে শিলিগুড়ির বেশ কয়েকটি এলাকায়। সুকনা, মাল্লাগুড়ি,প্রধাননগর, চম্পাসারির মতো এলাকাগুলিতে অনেকটা সময় ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

আরও দেখুন -

শিলিগুড়ির একদিন আগে অবশ্য বৃষ্টি হয়েছে উত্তরের বেশ কয়েকটি এলাকায়। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে ডুয়ার্সের বেশ কয়েকটি এলাকায়। আগামী ১৪ তারিখ পর্যন্ত দার্জিলিং এর পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডি সূত্রে জানা গিয়েছে,পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমবে।শিলিগুড়ি সংলগ্ন এলাকায় কুয়াশার প্রভাব থাকবে।

Anirban Roy
Published by:Debalina Datta
First published:

Tags: Siliguri, Weather Update