• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে, দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে ? জেনে নিন

অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে, দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে ? জেনে নিন

Representational Image

Representational Image

বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বেশি থাকবে।

 • Share this:

  #শিলিগিড়ি: অতিভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বেশি থাকবে। আগামী কয়েকদিন অসম, মেঘালয়ে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। এর ফলে বাড়তে পারে উত্তরবঙ্গের নদীর জলস্তর। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

  নিম্নচাপ উত্তর প্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী দুই দিনে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরবে এই নিম্নচাপ। এই নিম্নচাপের সঙ্গেই রয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ এলাকা থেকে মহারাষ্ট্র পর্যন্ত রয়েছে অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ এলাকা থেকে মালদহের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এই সিস্টেম গুলির প্রভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে আগামী ২৪ ঘণ্টার জন্য।

  শনিবার ভারী বৃষ্টি হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে ৷ কোথাও কোথাও আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কলকাতাতে আকাশ মেঘলা থাকবে। দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

  Published by:Siddhartha Sarkar
  First published: