Home /News /north-bengal /
Dhupguri News || রাতভর অতিবৃষ্টির জের, নদীবাঁধ ভেঙে একী সর্বনাশ হল গ্রামে!

Dhupguri News || রাতভর অতিবৃষ্টির জের, নদীবাঁধ ভেঙে একী সর্বনাশ হল গ্রামে!

*এভাবেই ২-৩ ঘণ্টার মধ্যে মারাত্মক ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম জেলায়৷ বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানানো হয়েছে৷

*এভাবেই ২-৩ ঘণ্টার মধ্যে মারাত্মক ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম জেলায়৷ বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানানো হয়েছে৷

Dhupguri News || অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গিয়েছেন। গ্ৰামের মানুষ গবাদিপশু, হাঁস, মুরগি নিয়েও সমস্যায় পড়েছেন।

 • Share this:

  #ধূপগুড়ি: রাতভর বৃষ্টির জেরে ভাঙল গিলান্ডি নদীর ২০ মিটার বাঁধ৷ জল ঢুকছে গ্রামে৷ আতঙ্কিত খট্টিমারি বাসিন্দারা। ডুয়ার্সে একটানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে নদীগুলো। ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর মধ্যে গিলান্ডি নদীর বাঁধ ভাঙার ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ২ গ্ৰাম পঞ্চায়েতের খট্টিমারি বাজার সংলগ্ন ত্রিনাথ মন্দির এলাকায়।

  আরও পড়ুন: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?

  বাঁধ ভেঙে জল ঢোকার ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পাশেই থাকা একটি মাছের হ্যাচারির। মাছের চারা নদীতে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর বাঁধ ভেঙ্গে জলমগ্ন হওয়ার কারণে সমস্যায় পড়েছেন কয়েকশো বাসিন্দা। অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনওরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷

  আরও পড়ুন: অফিস টাইমে বনগাঁ শাখায় পর পর আটকে ট্রেন! চূড়ান্ত নাকাল নিত্যযাত্রী, কী নিয়ে সমস্যা?
   অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গিয়েছেন। গ্ৰামের মানুষ গবাদিপশু, হাঁস, মুরগি নিয়েও সমস্যায় পড়েছেন। যদিও স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত প্রধান জিতেন্দ্র রায় বলেন, "পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। উধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
  Rocky Chowdhury
  Published by:Rachana Majumder
  First published:

  Tags: Dooars, Heavy Rainfall

  পরবর্তী খবর