#মালদহ: মঞ্চে চলছে স্বল্পবসনা দুই তরুণীর উদ্যাম নাচ। তার নিচে তৃণমূলের ফেস্টুন। সেখানে সিএএ (Citizenship Amendment Act, 2019) এবং এনআরসি বিরোধী স্লোগান। রয়েছে ব্লকের স্থানীয় কয়েকজন নেতার ছবিও। দুই তরুণীর চটুল নাচের মাত্র ১৫ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তার জেরেই যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর মালদহে।
সোমবার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহিদুল ইসলাম। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে কালো টি-শার্ট এবং তুঁতে হট প্যান্ট দুই তরুণী চটুল গানে উদ্যম নেচে চলেছে। নিচে ফেস্টুনে সিএএ, এনআরসি বিরোধী প্রচার। সেই ফেস্টুনে রয়েছে জেলার যুব তৃণমূলের সহ-সভাপতি বুলবুল খান এবং আশরাফুল হকের ছবি এবং নাম। মঞ্চের উপরে ফেস্টুনে লেখা বিশ্বনাথ ঝাঁ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট। লেখা রয়েছে ক্লাবের নামও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Viral Video