Home /News /north-bengal /
দলীয় কর্মী খুনের প্রতিবাদ, বিজেপি-র মিছিল ঘিরে ময়নাগুড়িতে ধুন্ধুমার কাণ্ড

দলীয় কর্মী খুনের প্রতিবাদ, বিজেপি-র মিছিল ঘিরে ময়নাগুড়িতে ধুন্ধুমার কাণ্ড

পুলিশ- বিজেপি সংঘর্ষ৷

পুলিশ- বিজেপি সংঘর্ষ৷

দু' সপ্তাহ আগে ময়নাগুড়িতে মিঠুন দাস নামে এক বিজেপি কর্মী খুন হন৷ এই ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মীর দিকেই অভিযোগের আঙুল তোলে বিজেপি৷

 • Share this:

  #জলপাইগুড়ি: বিজেপি-র কর্মসূচি ঘিরে উত্তেজনা জলপাইগুড়ির ময়নাগুড়িতে৷ দলীয় কর্মী খুনের প্রতিবাদে এ দিন ময়নাগুড়িতে বিজেপি-র থানা ঘেরাও কর্মসূচি ছিল৷ সেই কর্মসূচিকে কেন্দ্র করেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷

  দু' সপ্তাহ আগে ময়নাগুড়িতে মিঠুন দাস নামে এক বিজেপি কর্মী খুন হন৷ এই ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মীর দিকেই অভিযোগের আঙুল তোলে বিজেপি৷ অভিযুক্তদের গ্রেফতারের প্রতিবাদে এ দিন ময়নাগুড়ি থানায় ডেপুটেশন দেওয়ার কথা ছিল বিজেপি নেতৃত্বের৷ সেই ডেপুটেশন দেওয়ার জন্য এ দিন দুপুরে দলীয় কার্যালয় থেকে থানার উদ্দেশ্যে মিছিল করে রওনা দেয় বিজেপি কর্মী সমর্থকরা৷ মিছিলে প্রায় কয়েক হাজার মানুষের ভিড় হয়৷

  যদিও, মিছিল রুখতে আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিল পুলিশ৷ ব্যারিকেড দিয়ে মাঝপথেই বিজেপি-র মিছিল আটকানো হয়৷ বিজেপি সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়৷ পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মী সমর্থকরা ইটও ছোড়েন৷ যদিও নিজেদের সংযতই রেখেছিল পুলিশ বাহিনী৷

  ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী৷ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিছিল থেকে হামলার অভিযোগ করেছে পুলিশ৷ যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি পুলিশ৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: BJP, Police

  পরবর্তী খবর