• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • বৃষ্টি কমলেও ভোগান্তি কমছে না কোচবিহারবাসীর, এলাকার প্রতিটি বাড়িতেই হাঁটু সমান জল

বৃষ্টি কমলেও ভোগান্তি কমছে না কোচবিহারবাসীর, এলাকার প্রতিটি বাড়িতেই হাঁটু সমান জল

 • Share this:

  #কোচবিহার: বৃষ্টি কমলেও ভোগান্তি কমছে না কোচবিহারবাসীর। রায়ডাক নদীর জল বেড়ে তুফানগঞ্জের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত ও তুফানগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ড জলমগ্ন।

  এলাকার প্রতিটি বাড়িতেই হাঁটু সমান জল। ফলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত। তুফানগঞ্জের বাসিন্দাদের ইলাদেবী ও এনএনএম হাইস্কুলের অস্থায়ী ত্রাণ শিবিরে রাখা রয়েছে।

  সব মিলিয়ে প্রায় ৫০টি পরিবার ক্ষতিগ্রস্থ। বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে বৃষ্টি না হওয়ায় নদী থেকে জল নামতে শুরু করেছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হলে তারপরেই সম্ভব হবে ঘরে ফেরা।

  First published: