হোম /খবর /উত্তরবঙ্গ /
টাকা দিতে পারেনি পঞ্চায়েত! নিজেদের খরচেই বাঁশের সেতু সারাচ্ছেন গ্রামবাসীরা 

টাকা দিতে পারেনি পঞ্চায়েত! নিজেদের খরচেই বাঁশের সেতু সারাচ্ছেন গ্রামবাসীরা

X
বাসিন্দারা [object Object]

কেউ দেন পারিশ্রমিক, আবার কেউ নিজেদের বাঁশঝাড় থেকে বাঁশ। এই ভাবেই নিয়মিত নদীর উপর বাঁশের সাঁকো তৈরি করে পারাপার করে আসছেন বাসিন্দারা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মালদহ: কেউ দেন পারিশ্রমিক,আবার কেউ নিজেদের বাঁশঝাড় থেকে বাঁশ। এই ভাবেই নিয়মিত নদীর উপর বাঁশের সাঁকো তৈরি করে পারাপার করে আসছেন বাসিন্দারা।

স্থানীয় পঞ্চায়েত থেকে সাহায্য করা হলেও খুব সামান্য, সেই টাকায় নদীর উপর বাঁশের সাঁকো তৈরির কাজ সম্পন্ন হয়না। তাই নিজেদের প্রয়োজনে বাকি টাকা ও সাঁকো তৈরির সামগ্রী চাঁদা তুলে কিনেন।

কখনও ৫০ হাজার, কখনও ২০ হাজার টাকা চাঁদা তুলে নিয়মিত মেরামতি করতে থাকেন সাঁকোর। তা না হলে ভেঙে পড়বে সাঁকো, যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে গোটা গ্রাম।

আরও পড়ুন- রাস্তার পাশ থেকে পুলিশ কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

এই আতঙ্কে নিয়মিত সাঁকোর দেখভাল থেকে সংস্কার করতে থাকেন বাসিন্দারা।বাঁশের সাঁকো দিয়ে বড়ো যানবাহন চলাচল করতে পারেনা। শুধু মাত্র হেঁটেই পারাপার সম্ভব।

মোটরবাইক বা সাইকেল ঠেলে পারাপার করতে হয়। তিন চাকা বা চার চাকার কোন গাড়ি উঠতে পারেনা সাঁকোয়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়নি, যার জেরে গ্রামের উন্নয়ন হচ্ছেনা।

জেলার অনান্য গ্রামে সমস্ত রকম সুযোগ সুবিধা মিললেও পুরাতন মালদহের মুচিয়া পঞ্চায়েতের শিবগঞ্জ গ্রাম এখনো বঞ্চিত। একদিকে টাঙ্গন নদী অপর দিকে বিশাল বিল ও খাল গ্রামটিকে মূল ভূখন্ড থেকে আলাদা করে রেখেছে।

টাঙ্গন নদীর অপর প্রান্তে হবিবপুর ব্লকের ডুবাপাড়া গ্রাম।নদী পেরিয়েই গ্রামবাসীদের চলাচলে সুবিধা। কারণ গ্রামের অপরদিকে বিশাল মাঠ ও বিল রয়েছে। তবে দুই ব্লকের মধ্যে টাঙ্গন নদীর উপর পাকা সেতু নির্মাণ হয়নি। যার জেরে আজো বঞ্চিত গ্রামের বাসিন্দারা।

শিবগঞ্জ গ্রামের প্রতিটি পরিবার কৃষিজীবী। যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ায় কৃষি কাজেও তেমন উন্নতি হচ্ছেনা। উৎপাদিত ফসল বিক্রি করতে নিয়ে যেতে সমস্যা হয়। কৃষি ফসল মাথায় করে বাঁশের সাঁকো পারাপার করেন জীবনের ঝুঁকি নিয়ে।

আরও পড়ুন- নারী সুরক্ষায় অভিনব রক্ষাকবচ, হাতের ছোঁয়ায় পরাস্ত হবে হামলাকারী

এই গ্রামে ব্রিজের দাবি দীর্ঘদিনের। স্থানীয় ব্লক প্রশাসন থেকে জনপ্রতিনিধি সকলের কাছে আবেদন করেছেন বাসিন্দারা। কিন্তু সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেনি। স্থানীয় বাসিন্দারা বলেন, ব্রিজ তৈরির জন্য মাটি পরীক্ষা পর্যন্ত হয়েছে। একাধিক বার পরিদর্শন পর্যন্ত হয়েছে। কিন্তু আর কাজ এগোয়নি।

হরষিত সিংহ

Published by:Suman Majumder
First published:

Tags: Maldah