হোম /খবর /জলপাইগুড়ি /
কুকুরের সঙ্গে এ কী আচরণ! নেটদুনিয়ায় ভাইরাল হতে চেয়েছিল যুবক, তারপর যা হল...

Viral Video| Jalpaiguri|| কুকুরের সঙ্গে এ কী আচরণ! নেটদুনিয়ায় ভাইরাল হতে চেয়েছিল যুবক, তারপর যা হল...

জলপাইগুড়ির ভিডিও ভাইরাল

জলপাইগুড়ির ভিডিও ভাইরাল

Video of cruel torture on dogs: জলপাইগুড়ি শহরে রাস্তার পথ কুকুরকে নির্মমভাবে পাথর ছুঁড়ে মারার অভিযোগে শুক্রবার জলপাইগুড়ির মহামায়া পাড়ার এক যুবকের নামে অভিযোগ দায়ের...

  • Share this:

জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরে রাস্তার পথ কুকুরকে নির্মমভাবে পাথর ছুঁড়ে মারার অভিযোগে শুক্রবার জলপাইগুড়ির মহামায়া পাড়ার এক যুবকের নামে জলপাইগুড়ি কতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল অ্যানিমেল হেল্পলাইন জলপাইগুড়ির সদস্যরা। এই ঘটনায় শনিবার জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিল করে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি।

অভিযোগ, জলপাইগুড়ির মাসকালাই বাড়ি এলাকায় এক যুবক একটি বড় পাথর নিয়ে পথ কুকুরকে ছুঁড়ে মারে এবং তার ভিডিও করেন। পরবর্তীতে একটি সোশাল সাইটে ভাইরাল হয়। পশুর সাহায্যকারী সংগঠনের পক্ষ থেকে শহরের মধ্যে আজ র‍্যালি করে এসে জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে এসে প্রতিবাদ সভা করে।

আরও পড়ুনঃ বেগুন পোড়া দিয়ে ফুচকা! নয়া স্বাদের ফুচকায় মজেছে শহর, কোথায় মিলছে জানুন

পশুপ্রেমী সংঠনের এক সদস্য সৃজিতা দে বলেন, রাস্তার পাশে যেসব পশু তথা কুকুর, বিড়াল...ইত্যাদি প্রাণীর উপরে অত্যাচার করা একপ্রকার অপরাধ। সবাই তাদের ভালবাসুক কারণ তারাও পরিবেশের ভারসাম্য বজায় রাখে। অযথা এদের গায়ের উপরে সামনেই রং দোল পূর্ণিমা রঙ খেলা তাদের উপরে রঙ দেওয়া উচিত নয়। এরা সেই রং শরীর থেকে পরিষ্কার করতে পারেনা ফলে বিভিন্ন রোগ দেখা যায়। মানুষ সচেতন হোক। কোনও প্রাণীর উপর অত্যাচার করে জনপ্রিয় হওয়া উচিত নয়।

সুরজিৎ দে

Published by:Shubhagata Dey
First published:

Tags: Jalpaiguri, Viral Video