উত্তর দিনাজপুর: থানা, পুলিশ মানেই কি শুধু বন্দুক, আসামী? পুলিশরাও মানুষ, তাঁরাও ফুল, প্রকৃতি ভালবাসেন৷ ফুলের সৌরভে সুরভিত হয় না কিংবা ফুলকে ভালোবাসেনা সমাজে এমন মানুষ পাওয়া দায়। আর সেই ফুল কিংবা ফুলের বাগান যদি আপনার পাশের কোন থানার প্রবেশদ্বারে হয় তবে নিশ্চিত থানায় প্রবেশে আপনার ভয় অনেকটা কেটে যাবে। থানায় কম্পাউন্ডের চতুর্দিকে বিভিন্ন প্রকারের ফুলের বাগান করে দৃষ্টিনন্দন এক পরিবেশ সৃষ্টি করেছে কালিয়াগঞ্জ থানা প্রশাসন। যা নজর কাড়ছে থানায় আসা মানুষদের।
থানা মানেই শুধু যে উর্দিধারী বন্দুক হাতে গম্ভীর ভাবে ঘুরে বেড়াবে তা কিন্তু নয়। থানায় শুধু দাগি আসামী থাকবে এমনও নয়। থানাকেও করা যেতে পেরে সবুজ, রঙ বাহারী। সেটাই করে দেখাল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানা। থানা চত্বরেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল ও গাছ। গোলাপ ফুল থেকে শুরু করে বিভিন্ন জাতের মরশুমি ফুলের বাহার। যা দেখলে আর থানার মধ্যে পুলিশকে দেখে ভয় লাগবে না। উল্টে মানসিকতার পরিবর্তন ঘটবে।
শুধু বিভিন্ন জাতের ফুলই নয়, এই থানা চত্বরেই বিভিন্ন ধরনের সবজি চাষও হচ্ছে। যা দেখে চমকে ওঠার মতো। তারই টানে অনেকে সেলফি তুলতে হাজির হচ্ছেন কালিয়াগঞ্জ থানা চত্বরে। থানা চত্বরে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যেন মনে হচ্ছে এটি কোনও পার্ক। যার উদ্যোগে এমনটি সম্ভব হয়েছে তিনি কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস। তাঁর সহযোগিতায় এবং পুলিশকর্মীদের অক্লান্ত পরিশ্রমে ফুলে ফুলে সেজে উঠেছে ফুলের বাগান।
আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান, ইসলামপুর মহকুমা হাসপাতালে চালু হল সিসিইউ ইউনিট
এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি থানাকেও এমন একটি পার্কের রূপ দেওয়া যেতে পারে, তা কালিয়াগঞ্জ থানা না দেখলে বিশ্বাস করা কঠিন।কালিয়াগঞ্জ থানার অভিনব উদ্যোগে তাই খুশি সকলেই।
পিয়া গুপ্তা চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gardening, Uttar Dinajpur