সেবক দেবশর্মা,মালদহ: নির্জন ভুট্টা খেত থেকে অন্য দিনের মতোই পাতা তুলছিলেন মহিলা। হঠাৎ করেই কাঁটা দিয়ে উঠল গা। শিউরে উঠলেন মহিলা। কারণ, তাঁর এক হাতের মধ্যেই পড়ে রয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত পচাগলা মৃতদেহ। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এলাকাবাসীর অনুমান মৃতদেহটি এলাকার কোনও ব্যক্তির নয়।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডারোল গ্রামের ঘটনা। শুক্রবার দুপুরে গ্রামের একটি ভুট্টা ক্ষেতে পাতা তুলতে যায় স্থানীয় এক মহিলা। সেইসময় তাঁর নজরে আসে একটি মৃতদেহ। মৃতদেহটির চোখ খুবলে গেছে। শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় এলাকাবাসী। ঘটনাস্থলে এসে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদুত গজমের। যে এলাকায় মৃতদেহ পাওয়া গিয়েছে তার খুব কাছেই বিহার। স্থানীয়দের অনুমান যে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই ব্যক্তি এলাকার কেউ নন। তাহলে কি বিহার থেকে কাউকে খুন করে এনে ফেলা হয়েছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকায়। সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশও।
যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই রাস্তায় লোকের চলাচল কম। সেই সুযোগেই রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে এলাকাবাসীর অনুমান। মৃতদেহের অবস্থা দেখে পুলিশের অনুমান, দেহ অন্তত পাঁচ-ছয় দিনের পুরনো। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে খুনের কারণ। ব্যাপক চাঞ্চল্য রয়েছে এলাকায়।স্থানীয় বাসিন্দা রেজাউল খান বলেন, মৃতদেহটি হয়তো এলাকার কারোর নয়। কারণ এই এলাকায় কারোর নিখোঁজ হওয়ার খবর নেই। হয়তো পার্শ্ববর্তী বিহারের হতে পারে। পুলিশ তদন্ত করলেই সবটা সামনে আসবে।কে বা কারা খুন করল এবং ঠিক কী কারণে খুন হল এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেনই বা ওই স্থানে ফেলে রাখা হয়েছিল মৃতদেহ তা নিয়েও উঠছে প্রশ্ন। আপাতত পুলিশি তদন্তের উপরেই আস্থা এলাকাবাসীর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News