#কোচবিহার: সুর বদল উদয়ন গুহের। দিনহাটার প্রভাবশালী নেতার মুখে হঠাত অন্য সুর। পার্থপ্রতিম শিবিরের নেতা উদয়ন গুহ। আচমকাই তার বিরুদ্ধেই তুলেছেন জোর সওয়াল। শুধু তাই নয়। বিরোধী শিবিরের নেতা রবীন্দ্রনাথ ঘোষের গুনগান করতেও দেখা গেল উদয়ন গুহকে। তবে সবটাই ফেসবুকে। আর নেট দুনিয়ায় এই নিয়ে চলছে জোর গুঞ্জন। হঠাৎ কেন এমন সুর বদল উদয়ন গুহের? রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে বারংবার প্রকাশ্যে গলা ফাটিয়েছেন মঞ্চে আবার কখনও দলের জেলা কমিটির মিটিং বাগবিতন্ডা হয়েছে দুই নেতার। সেই রবীন্দ্রনাথ ঘোষের প্রশংসা করে উদয়ন গুহ ফেসবুকে লিখেছেন "রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারে তৃণমূলের ভিত তৈরি করবার কারিগর। ওর লড়াইয়ের সময় আমি অন্তত ওর পাশে ছিলাম না। কাজেই দলে থেকে ওর সাথে লড়াই করার অধিকার আমার নেই।কোচবিহারে প্রতিটি গ্রামে যদি একজন করেও ব্যক্তিগত ঘনিষ্ঠ কর্মী কারও থাকে তার নাম রবি ঘোষ।ওকে চ্যালেঞ্জ করার ক্ষমতাই আমার নেই।"
অন্যদিকে পার্থপ্রতিম রায়কে কটাক্ষ করে উদয়ন গুহ লিখেছেন, "পার্থ জেলা সভাপতি, আমার ছেলের বয়সী। ওর সাথে প্রতিযোগিতা করব এতোটা বোকা আমি না। বরং আশা করব ওর উচ্চাকাঙ্ক্ষা পূরণ হোক।" তবে কি রবীন্দ্রনাথ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পার্থপ্রতিম রায়কে উচ্চাকাঙ্খী বলে কটাক্ষ করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ? ফরওয়ার্ডব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে ভাল সম্পর্ক ছিল উদয়নের। তবে গত দুই বছরে সেই সম্পর্কে তিক্ততা বেড়েছে। এই তিক্ততার মাঝে এই মধুর বাণী ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগাতে পারে। তবে এতে জেলা তৃণমূল কংগ্রেসে রাজনীতিতে একেবারেই কোনঠাসা হয়ে পড়বেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।
যদিও ফেসবুক পোস্ট ঘিরে এই চর্চা নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ রবীন্দ্রনাথ-পার্থ-উদয়ন তিন নেতাই।এতদিন জেলা তৃণমূল কংগ্রেসে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে দেখা গেছে বিনয় কৃষ্ণ বর্মন, গিরীন্দ্রনাথ বর্মন, জগদীশ বসুনিয়াদের মত প্রবীণ নেতাদের অন্যদিকে বিরোধী গোষ্ঠীতে ছিলে জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ও উদয়ন গুহ। উদয়ন গুহ বিরোধী গোষ্ঠীর পালে হাওয়া দেওয়ায় পাল্লা ভারী হল রবীন্দ্রনাথ ঘোষ শিবিরের৷
প্রবীর কুন্ডু
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North bengal news, Udayan Guha