corona virus btn
corona virus btn
Loading

Coronavirus| করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়িয়ে গ্রেফতার ২ যুবক

Coronavirus| করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়িয়ে গ্রেফতার ২ যুবক

কালিয়াগঞ্জ থানার আই সি জানিয়েছেন, গত কয়েকদিন যাবদ কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের গুজব সোসাল মিডিয়ায় পোষ্ট করছিলেন পবিত্র বর্মন এবং ফকির মহলদার।

  • Share this:

#কালিয়াগঞ্জ: করোনা ভাইরাস নিয়ে সোসাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ। ধৃতদের শুক্রবার রায়গঞ্জ আদালতে পেশ করবে।

কালিয়াগঞ্জ থানার আই সি জানিয়েছেন, গত কয়েকদিন যাবদ  কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের গুজব সোসাল মিডিয়ায় পোষ্ট করছিলেন পবিত্র বর্মন এবং ফকির মহলদার। সেই গুজবে এলাকায় কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল।পুলিশের কাছে এই খবর পৌঁছতেই তদন্ত শুরু করে।কালিয়াগঞ্জ থানার ধনকৈল গ্রাম পঞ্চায়েতের বালাস গ্রামের বাসিন্দা পবিত্র বর্মনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও রসিদপুরের বাসিন্দা ফকির মহলদারকে গ্রেপ্তার করা হয়।কালিয়াগঞ্জ থানার আই সি জানিয়েছেন,এই গুজব ছড়ানোর ঘটনা আর কারা যুক্ত আছে পুলিশ তাদের খোঁজে তল্লাশী শুরু করেছে। আগামীকাল ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করবে।

First published: April 17, 2020, 12:10 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर