হোম /খবর /উত্তরবঙ্গ /
কানে হেডফোন ! রেল লাইনের ওপর বসে গান শুনছিলেন দুই যুবক ! ট্রেনের ধাক্কায় মৃত্যু

কানে হেডফোন ! রেল লাইনের ওপর বসে গান শুনছিলেন দুই যুবক ! ট্রেনের ধাক্কায় মৃত্যু দুজনের

photo source collected

photo source collected

কানে হেডফোন দিয়ে রেললাইনের ওপর বসে গান শোনার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের ।

  • Share this:

 #মুর্শিদাবাদ: কানে হেডফোন দিয়ে রেললাইনের ওপর বসে গান শোনার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের । ঘটনাটি মুর্শিদাবাদের সালারের দু'নম্বর রেল গেটের কাছে ঘটেছে। ডাউন আজিমগঞ্জ -কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন আজিমগঞ্জ থেকে কাটোয়া যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম বাবু দাস ও নিতাই দাস।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সন্ধ্যার সময় কানে হেডফোন দিয়ে রেললাইনের ওপর বসে তিন বন্ধুতে গান শুনছিল । সেই সময় ট্রেন চলে এলো বুঝতে পারিনি। এক বন্ধু পালিয়ে গেলেও দুজন ঘটনাস্থলেই মারা যায়। দেও দুটি উদ্ধার করে রেল পুলিশ ও ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত দুই যুবকের বাড়ি স্টেশন সংলগ্ন বাইন পাড়াতে। দিনমজুরের কাজকর্ম করেই সন্ধ্যার দিকে প্রায় প্রতিদিনই রেললাইনে বসে গল্প করত বলে এলাকাবাসীদের অভিযোগ। স্থানীয় বাসিন্দা কবীর শেখ বলেন, কানে হেডফোন থাকায় ট্রেনের চালক বারে বারে হর্ন বাজালে ও বুঝতে পারেনি। যখন কাছে চলে এসেছে তখন উঠে পালাতেও পারেনি। ধাক্কা লেগে ট্রেনের তলায় পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দুই যুবক। স্কুল শিক্ষক অভিজিৎ দাস বলেন, হেডফোন দিয়ে রেল লাইন পারাপার না হওয়ার জন্য বারে বারে প্রচার করা হলেও তা যে কিছুই কাজ হয় না এই ঘটনা তার প্রমান। সাধারণ মানুষকে আরো সচেতন করে তুলতে হবে!

PRANAB KUMAR BANERJEE

Published by:Piya Banerjee
First published:

Tags: Accident, Death, Train